উমার বিদায়বেলায় বিষাদের নয়, উৎসবের সুর রাজ্যের এক প্রান্তে! হৈমবতীর আগমনের শুভ সূচনা দশমীতেই
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Bijoya Dashami 2025: বিজয়া দশমীর দিন থেকেই জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় চন্দননগরে। নিয়ম রীতি মেনে দুর্গাপুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়।
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: উমার বিদায়বেলায় বিষাদের সুর থাকে সর্বত্র। কিন্তু চন্দননগরবাসী আনন্দে মেতে ওঠার প্রস্তুতি শুরু করেন এই দিন থেকেই। বিজয়া দশমী গোটা রাজ্যবাসীর কাছে মন কেমনের দিন। দুর্গাপুজোর চারটে দিন বাচ্চা থেকে বুড়ো সকলেই আনন্দে মেতে ওঠেন। আড্ডা, খাওয়া, দাওয়া, সারারাত প্যান্ডেল হপিংয়ের মধ্যে দিয়েই কেটে যায় পুজো। দশমীতে কৈলাস ফিরবেন মা। এদিন আপামর বাঙালি মন কেমনে ডুবলেও চন্দননগরবাসীর কাছে নতুন উৎসবের সূচনা হয়ে গেল।
বিজয়া দশমীর দিন থেকেই জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় চন্দননগরে। নিয়ম রীতি মেনে দুর্গাপুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়।
আরও পড়ুনঃ দশমীর সকালে দই, খই দিয়ে প্রাতরাশ, দুপুরে পান্তা ভাত, ইলিশ মাছ খেয়ে কৈলাশে ফিরবেন মা! কোথায় এমন পাঁচমিশালি আয়োজন জানেন?
দুর্গাপুজোর এক মাস পরে হয় জগদ্ধাত্রী পুজো। এদিন কাঠামো পুজোর সময় ক্লাব সদস্যরা উপস্থিত হয়ে অঞ্জলি দেন। উমা কৈশালে যাবার দিন থেকে অপেক্ষা শুরু হয় জগতের ধাত্রীর মর্তে আগমনের। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘ক্ষ্যাপার পরশপাথরের’ ছোঁয়ায় সম্পূর্ণ ভোলবদল! এমন মেকওভার কল্পনাতীত, কী এমন করে দেখাল বাঁকুড়ার ‘এই’ কলেজ পড়ুয়ারা?
চন্দননগর উত্তরাঞ্চল বিবিরহাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এবার ৫৯’তম বছরে পদার্পণ করেছে। এখানে এক দিকে যখন উমাকে বরণ করা হয় নিরঞ্জনের আগে, অন্যদিকে হৈমন্তিকাকে আহ্বানের জন্য কাঠামো পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে চন্দননগর। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল দশমী থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
October 02, 2025 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উমার বিদায়বেলায় বিষাদের নয়, উৎসবের সুর রাজ্যের এক প্রান্তে! হৈমবতীর আগমনের শুভ সূচনা দশমীতেই