'ক্ষ্যাপার পরশপাথরের' ছোঁয়ায় সম্পূর্ণ ভোলবদল! এমন মেকওভার কল্পনাতীত, কী এমন করে দেখাল বাঁকুড়ার 'এই' কলেজ পড়ুয়ারা?

Last Updated:

Bankura Social Work: 'ক্ষ্যাপা খুঁজে বেড়ায় পরশপাথর', সেই পরশপাথর হয়ে এল বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট। পুজোয় করে দেখাল কিছু কামাল। যাদের মাথার ওপর ছাদ নেই, তাদেরকে দেওয়া হল একটি মেকওভার।

+
পথে

পথে আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে সম্পূর্ণ মেকওভার দেওয়া হল

বেলিয়াতোড়, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পুজোর আগে এমন মানবিক কাজ। আগে কখনও দেখেননি কেউ। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট এবারও পুজোয় করে দেখাল কিছু কামাল। যাদের মাথার ওপর ছাদ নেই, তাদেরকে দেওয়া হল একটি মেকওভার।
পথে আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে সম্পূর্ণ মেকওভার দিল এই ইউনিট। দেখলে অবাক হবেন কী ভাবে হয়েছে এই কাজ। প্রথমে সেই ব্যক্তিকে ভাল করে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় কলেজে। চুলে জটা পড়ে গিয়েছে, বহুদিন জলের স্পর্শ পায়নি, সেটা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুনঃ উৎসবের আনন্দ স্পর্শ করে না ‘তাঁদের’! জীবিকার টানে দুর্গম জঙ্গলে তাঁবুতে দিনযাপন, একফোঁটা রসে তৈরি হবে সুস্বাদু ‘সেই’ খাবার
ভাল করে স্নান করিয়ে, চুলদাড়ি কেটে একেবারে চকচক করছেন তিনি। অবশেষে দেওয়া হল নতুন জামা উপহার। এমনটাই তো সবাই চায়, এমন সুশীল সমাজ গড়তেই চেয়েছিলেন বিদ্যাসাগর থেকে নেতাজি। বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ সেই কাজ করে দেখাচ্ছে। কলেজের এনএসএস ইউনিট-এর সদস্য হারাধন কর্মকার জানিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এমনটাই বলেছিলেন বিবেকানন্দ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কেবল কল্যাণী আইটিআই নয়, আরও একটি মণ্ডপ চমকে ভরা! রজত জয়ন্তীতে নদিয়ার ‘এই’ ক্লাব আকর্ষণের কেন্দ্রবিন্দু, না দেখলে মিস
পুজোর আগে প্রতিটা মানুষ আনন্দ করুক। পুজোটাতে প্রত্যেকেই একটু ভালবাসা চায়। সেই কারণেই এমন কাজ করেছে এনএসএস ইউনিট। পুজোর আগে বহু সমাজ সচেতনতামূলক কাজ করছে এই কলেজ এবং তার এনএসএস ইউনিট। এর আগে বাঁকুড়ার পর্যটনকেন্দ্র কোড়ো পাহাড় পরিষ্কার করে তাক লাগিয়েছে তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার চিন্তা ভাবনা আরও মৌলিক। সরাসরি ভালবাসার দূত কিংবা ক্ষ্যাপার পরশপাথর হয়ে পুজোর আগে একজন মানুষকে দিশা দেখাল যামিনী রায় কলেজ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ক্ষ্যাপার পরশপাথরের' ছোঁয়ায় সম্পূর্ণ ভোলবদল! এমন মেকওভার কল্পনাতীত, কী এমন করে দেখাল বাঁকুড়ার 'এই' কলেজ পড়ুয়ারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement