দশমীর সকালে দই, খই দিয়ে প্রাতরাশ, দুপুরে পান্তা ভাত, ইলিশ মাছ খেয়ে কৈলাশে ফিরবেন মা! কোথায় এমন পাঁচমিশালি আয়োজন জানেন?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Bijoya Dashami 2025: দশমীর সকালে দই, খই দিয়ে হল মায়ের প্রাতরাশ। এরপর পান্তা ভাত খেয়ে কৈলাশের উদ্দেশ্যে রওনা দেবেন জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির উমা।
শান্তনু কর, জলপাইগুড়ি: এবার মায়ের ফিরে যাওয়ার পালা। আবার একটা বছরের অপেক্ষা। বছরের এই চারটে দিনের জন্যই তো আপামর বাঙালি অপেক্ষা করে বছরভর। দশমীর সকালে দই, খই দিয়ে হল মায়ের প্রাতরাশ। এরপর পান্তা ভাত খেয়ে কৈলাশের উদ্দেশ্যে রওনা দেবেন জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির উমা। ভোগের থালায় পান্তা ভাতের সঙ্গে থাকছে শাপলা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ, এছাড়াও রয়েছে পুঁটি মাছ ভাজা।
এই ভাবেই দশমীর সকাল সাজানো হয়েছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে। এরপর মিষ্টি মুখ করিয়ে সিঁদুর ছোয়াবেন রাজ পরিবারের সদস্যরা। দর্পনে বিসর্জনের পর দেবী প্রতিমাকে কাঁধে কিংবা ট্রাকে নয় রথে করে নিয়ে যাওয়া হবে রাজবাড়ির ঘাটে। মায়ের বিদায়বেলায় মন খারাপের এই দিনে এবার ও হাজার হাজার মানুষের সমাগম রাজবাড়ি চত্বরে।
আরও পড়ুনঃ সাত সকালে ঝাড়গ্রামে কী দৃশ্য! দলছুট হাতি দখল করল রাজ্য সড়ক, ছুটে এলেন বনকর্মীরা, কীভাবে শান্ত হল দাঁতালরা?
এই বছর ৫১৬ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা। সোনা গলানো গায়ের রঙ। সাজানো হয়েছে নানান অলঙ্কারে। দেবী এখানে পুজিত হন কালীকা পুরান মতে। ষষ্ঠীতেই বোধন সম্পন্ন হয়েছে দেবীর। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গ এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ জলপাইগুড়ি বৈকুন্ঠপুর বাড়ির পুজো দেখতে আসেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 02, 2025 2:36 PM IST