সাত সকালে ঝাড়গ্রামে কী দৃশ্য! দলছুট হাতি দখল করল রাজ্য সড়ক, ছুটে এলেন বনকর্মীরা, কীভাবে শান্ত হল দাঁতালরা?

Last Updated:
Elephant in Jhargram: সাত সকালে ঝাড়গ্রামের বরিয়া এলাকায় প্রবেশ করল দলছুট দুটি দাঁতাল হাতি। সকাল সকাল দাঁতালের দর্শনে রীতিমতো আতঙ্ক এলাকায়। রুটি খাইয়ে জঙ্গলে ফেরানো হয় হাতিদের। এরপরেই মাইক নিয়ে বনদফতরের তরফে চালানো হয় প্রচার।
1/5
সাত সকালে ঝাড়গ্রামের বরিয়া এলাকায় প্রবেশ করল দলছুট দুটি দাঁতাল হাতি। সকাল সকাল দাঁতালের দর্শনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার পথচলতি মানুষজন। (ছবি ও তথ্য: রাজু সিং)
সাত সকালে ঝাড়গ্রামের বরিয়া এলাকায় প্রবেশ করল দলছুট দুটি দাঁতাল হাতি। সকাল সকাল দাঁতালের দর্শনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার পথচলতি মানুষজন। (ছবি ও তথ্য: রাজু সিং)
advertisement
2/5
ঝাড়গ্রামে ফের দাঁতালের দাপট। দিন কয়েক আগেই দল বেঁধে হাতি ঢুকে পড়েছিল ঝাড়গ্রামে। গত শুক্রবার মানিকপাড়া এলাকার আখরাশলে হাতির হামলাতেই মৃত্যু হয় এক ব্যক্তির। তাই এদিন দলছুট দুটি দাঁতাল হাতিকে দেখে আগেভাগেই সতর্ক হন স্থানীয় লোকজন।
ঝাড়গ্রামে ফের দাঁতালের দাপট। দিন কয়েক আগেই দল বেঁধে হাতি ঢুকে পড়েছিল ঝাড়গ্রামে। গত শুক্রবার মানিকপাড়া এলাকার আখরাশলে হাতির হামলাতেই মৃত্যু হয় এক ব্যক্তির। তাই এদিন দলছুট দুটি দাঁতাল হাতিকে দেখে আগেভাগেই সতর্ক হন স্থানীয় লোকজন।
advertisement
3/5
৫ নম্বর রাজ্য সড়কের উপর হাতি চলে আসার খবর পৌঁছায় বনদফতরের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। হাতিকে রুটি খাইয়ে জঙ্গলে ফেরানো হয়। এরপরেই মাইক নিয়ে বনদফতরের তরফে চালানো হয় প্রচার।
৫ নম্বর রাজ্য সড়কের উপর হাতি চলে আসার খবর পৌঁছায় বনদফতরের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। হাতিকে রুটি খাইয়ে জঙ্গলে ফেরানো হয়। এরপরেই মাইক নিয়ে বনদফতরের তরফে চালানো হয় প্রচার।
advertisement
4/5
জঙ্গলে যারা বনজ সম্পদ সংগ্রহে গিয়েছেন তাঁদের দ্রুত জঙ্গল থেকে ফিরে আসতে অনুরোধ করা হয়। মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়, 'হাতি জঙ্গলে প্রবেশ করেছে। জঙ্গল থেকে তাড়াতাড়ি সকলে বেরিয়ে আসুন, যে কোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জঙ্গলের মধ্যে কেউ যাবেন না'।
জঙ্গলে যারা বনজ সম্পদ সংগ্রহে গিয়েছেন তাঁদের দ্রুত জঙ্গল থেকে ফিরে আসতে অনুরোধ করা হয়। মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়, 'হাতি জঙ্গলে প্রবেশ করেছে। জঙ্গল থেকে তাড়াতাড়ি সকলে বেরিয়ে আসুন, যে কোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জঙ্গলের মধ্যে কেউ যাবেন না'।
advertisement
5/5
গত কয়েক দিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে দাপিয়ে বেরাচ্ছে হাতির দল। পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়ছে তারা। দাঁতালদের অবাধ বিচরণে লোকালয়ে ছড়িয়েছে আতঙ্ক। (ছবি ও তথ্য: রাজু সিং)
গত কয়েক দিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে দাপিয়ে বেরাচ্ছে হাতির দল। পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়ছে তারা। দাঁতালদের অবাধ বিচরণে লোকালয়ে ছড়িয়েছে আতঙ্ক। (ছবি ও তথ্য: রাজু সিং)
advertisement
advertisement
advertisement