দাদুর গলায় ক্যান্সারের কষ্ট দেখে চন্দন চায় ক্যান্সারের ওষুধ বানাবে সে

Last Updated:

গত বছর দাদুর ক্যান্সার হয়েছিল ৷ দাদুকে নিয়ে বেঙ্গালুরু যেতে হয়েছিল চন্দনকে ৷ সেই কষ্ট যেন বুকে বেজেছিল ৷ দাঁতে দাঁত চিপে তখন থেকে পণ করেছিল চন্দন ৷

#বীরভূম: গত বছর দাদুর ক্যান্সার হয়েছিল ৷ দাদুকে নিয়ে বেঙ্গালুরু যেতে হয়েছিল চন্দনকে ৷ সেই কষ্ট যেন বুকে বেজেছিল ৷ দাঁতে দাঁত চিপে তখন থেকে পণ করেছিল চন্দন ৷ ভাল ফল করে চমকে দেবে সে ৷ ক্যান্সারের ওষুধ বানাতে গবেষণা করবে ৷ সেই চেষ্টার প্রথম ধাপ পেরলো রামপুরহাটের চন্দন আলি ৷
উচ্চ মাধ্যমিকে দশম হয়েছে মহঃ চন্দন আলি ৷ বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে ৪৮১ পেয়েছে সে ৷ বাবা মহোম্মদ মমরেজ আলী রামপুরহাট আদালতে চাকরি করেন। মা সারেবানু বিবি গৃহবধূ ৷ মায়ের বাবা শাহজাহান শেখ গত বছর গলার ক্যান্সারে আক্রান্ত হন ৷ তারপর থেকেই ক্যান্সার নিয়ে রিসার্চ করার স্বপ্ন দেখছে চন্দন ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাদুর গলায় ক্যান্সারের কষ্ট দেখে চন্দন চায় ক্যান্সারের ওষুধ বানাবে সে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement