‘স্কুলে কোনওদিন ফার্স্ট বা সেকেন্ড হয়নি’, উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে গ্রন্থন জানালেন এমনই

Last Updated:

সারাদিন পড়তেন না গ্রন্থন ৷ কিন্তু যখন পড়তে বসতেন, তখন গোটা পৃথিবী একদিকে আর আরেক দিকে থাকতেন তিনি ৷

#জলপাইগুড়ি: সারাদিন পড়তেন না গ্রন্থন ৷ কিন্তু যখন পড়তে বসতেন, তখন গোটা পৃথিবী একদিকে আর আরেক দিকে থাকতেন তিনি ৷ অবসরে নাটকে অভিনয়, চলত ক্যুইজ, অল্প স্বল্প খেলাও ৷ তবে গানের প্রতি বরাবরই ঝোঁক ছিল গ্রন্থনের ৷ সুযোগ পেলে ফেসবুকেও টুকটাক ছবি পোস্ট, নানা লেখা ৷ এরই মাঝে কলাবিভাগ থেকে উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগিয়েছেন জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ ছক ভাঙা রেজাল্টে দৃষ্টান্ত গ্রন্থন ৷
advertisement
রেজাল্টে পরেই সাংবাদিকদের প্রশ্নে গ্রন্থনের সোজা উত্তর,
‘রেজাল্ট দেখে খুবই অবাক ৷ ভালো রেজাল্ট করব জানতাম ৷ তবে প্রথম হব ভাবতে পারিনি ৷ আসলে, স্কুলে কোনও পরীক্ষাতেই ফার্স্ট বা সেকেন্ড হয়নি ৷ ’
advertisement
অনেকেই মনে করেন আর্টস নিয়ে পড়লে ভবিষ্যত সুদৃঢ় করাটা কঠিন হয়ে পড়ে ৷ গ্রন্থনের রেজাল্ট যেন সেই চলে আসা মানসিকতাকে চ্যালেঞ্জ ছুঁড়েছে ৷ গ্রন্থন জানান,
‘আমার মনে হয় ভালো ফল করার বিশ্বাসটা থাকলে, বিষয় বা বিভাগ বাধা হয়ে দাঁড়ায় না ৷ আর সাফল্যের মন্ত্র হওয়া উচিত দিনের পড়াটা সে দিনই সেরে ফেলা ৷ এটাই আমি শিক্ষকদের থেকে শিখেছি !’
advertisement
কলাবিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন গ্রন্থন ৷ পাঁচ বছর পরে উচ্চমাধ্যমিকের ফলে ঘটল এমন ঘটনা ৷
২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম হলেন জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷
অন্যদিকে এবারের উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হলেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋত্বিক কুমার শাহু ৷ ঋত্বিকের প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন ৷ তিমির বরণ দাশ ও শাশ্বত রায় ৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০ ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘স্কুলে কোনওদিন ফার্স্ট বা সেকেন্ড হয়নি’, উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে গ্রন্থন জানালেন এমনই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement