Birbhum News: আষাঢ়-শ্রাবণে বিয়ে করাই 'বারণ' এই গ্রামে, কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

Birbhum News: বাংলার এই দুই মাসে বিয়ে হয় না এই গ্রামে, তবে কী এমন কারণে এমন অবস্থা! যা জানলে চমকে উঠবেন আপনিও

+
আষাঢ়-শ্রাবণে

আষাঢ়-শ্রাবণে বিয়ে বন্ধ!

বীরভূম: বর্ষা এলেই ঘুম কেড়ে নেয় ত্রিপিতা নদীর জল! আর মূলত আষাঢ় এবং শ্রাবণ মাসে এই গ্রামে বিয়ে করা একদম ‘বারণ’। শুনতে আমার লাগলেও এই গ্রামের এই ঘটনা একদম সত্যি। মূলত এই আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার সময় একটু বৃষ্টিতে ডুবে যায় নলহাটি থানার অন্তর্ভুক্ত চাচকা গ্রাম। ত্রিপৃতা নদীর জল বেড়ে গেলে ডুবে যায় পুরো অস্ত একটি গ্রাম। আর সেই কারণে এই সময় গ্রামে কারোর বিয়ে হয়না! এই সময় বিয়ের প্রস্তাব এলেও গ্রামের বাসিন্দারা ঘুরিয়ে দেন সেই বিয়ের প্রস্তাব।
এই ঘটনাটি প্রত্যেক বছর ঘটে বাউটিয়া অঞ্চল, নলহাটি থানার অন্তর্ভুক্ত চাচকা এলাকায়। মূলত ঝাড়খণ্ডের পাহাড়ের জল অর্থাৎ ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হওয়া ত্রিপিতা নদী থেকে বয়ে আসা জলের কারণেই ডুবে যায় নলহাটির এই কজওয়ে। আর এই রাস্তাটি রয়েছে একমাত্র নলহাটি যাওয়ার জন্য রাস্তা। এর পাশাপাশি বাউটিয়া হরিদাসপুর অঞ্চলের প্রায় মোটামুটি ১০ থেকে ১২ গ্রামের মানুষজনদের যাতায়াতের জন্য একমাত্র নির্ভরশীল রাস্তায় এটি।
advertisement
আরও পড়ুন: মূর্তি থেকে লিপি! গুপ্ত যুগ থেকে মুঘল পর্ব! ইতিহাসের আকর এই গ্রামে মাটি খুঁড়লেই উঠে আসে প্রত্নতাত্ত্বিক নিদর্শন!
সেই গ্রামগুলির মধ্যে মূলত জনবহুল গ্রাম হল ভগবতীপুর, সোনারকুন্ডু,হরিদাসপুর, এবং অন্যান্য গ্রাম। তবে এই রাস্তা ডুবে গেলে গ্রামের বাসিন্দাদের প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার ঘুরপথে যেতে হয়। অন্যদিকে ব্রাহ্মণী ব্যারেজ থেকে আজকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আর সেই কারণেই বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে প্রায় অনেক কয়েকটি গ্রাম।
advertisement
advertisement
আরও পড়ুন: লাখ লাখ টাকার লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও? তার পর যা জানা গেল…শিউরে উঠবেন!
জানা গেছে বৈধরা ব্যারেজ থেকে জল ছাড়লে সোনারকুন্ডু,ভগবতীপুর, সিরামপুর এবং নদীর নিচের দিকে যে সমস্ত ঘাট এবং অঞ্চলগুলি রয়েছে সেগুলি পুরোটাই জলের তলায় চলে যায়। আর এই পরিমাণ জল বেড়ে যাওয়ার কারণে একদিকে যেমন এই এলাকার বাসিন্দাদের রামপুরহাট মহকুমা হাসপাতাল পৌঁছাতে সমস্যার মধ্যে পড়তে হয়, ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে গ্রামের কারোর আষাঢ় শ্রাবণ মাসে বিয়ের প্রস্তাব এলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আষাঢ়-শ্রাবণে বিয়ে করাই 'বারণ' এই গ্রামে, কারণ জানলে অবাক হবেন!
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement