Laxmi Narayan Jiu Mandir: রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Laxmi Narayan Jiu Mandir: রাজকীয় জাঁকজমক ফিকে হলেও অটুট ঐতিহ্যে বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় অবস্থিত লক্ষীনারায়ণ জিউ মন্দির। আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দির। বর্তমানে ছত্রে ছত্রে মলিন দশা, খসে পড়ছে পলেস্তরা তবুও যেন অমলিন রাজ ঐতিহ্য।
বর্ধমান: বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় অবস্থিত লক্ষীনারায়ণ জিউ মন্দির। রাজা মেহতাব চাঁদের আমলে আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ আগে রাজ পরিবারে কুলদেবতার এই মন্দির নির্মাণ করা হয়েছিল।
বর্তমানে মন্দিরের ছত্রেছত্রে মলিন দশা তবুও যেন বয়ে নিয়ে চলেছে রাজ আমলের নানান স্মৃতি।এই মন্দিরেই পূজিত হন পটেশ্বরী দেবী দুর্গাও।
advertisement
নেই রাজা, নেই রাজত্ব। কিন্তু রাজ আমলের সেই জাঁকজমক না থাকলেও আজও দুর্গাপুজোর সময় পুরনো ঐতিহ্য মেনে ন দিন ধরে হয় পটেশ্বরীর পুজো। আর দূর দুরান্ত থেকে রাজবাড়ীর পুজো দেখতে আসেন বহু মানুষ। রথ উপলক্ষে বসে মেলা।বর্তমানে নাট মন্দিরের একাংশ ভেগে যাওয়ায় সর্বসাধারণের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে এই মন্দিরে। সংস্কারের পর পুনরায় আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র বলেন, রাজা মেহতাব চাঁদের আমলে আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্ধমানের একটি প্রাচীন ঐতিহ্য।
advertisement
Sayani Sarkar
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 7:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Laxmi Narayan Jiu Mandir: রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে










