সোনার দামে 'আগুন'! সোনা ছাড়াই কি বিয়ে করতে হবে এবার? ঘটি-বাটি বেচে বিরাট চাপে মধ্যবিত্ত! কী হবে এর পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
Rising Gold Rates: ভারতে সোনার দাম রেকর্ড ছুঁয়েছে। এক্সে ভাইরাল পোস্টে বিয়েতে সোনা ছাড়া সিদ্ধান্ত নিয়ে বিতর্ক মধ্যবিত্তের খরচ, ঐতিহ্য ও গয়না ব্যবসা নিয়ে নানা মত!
advertisement
advertisement
advertisement
এক ব্যক্তি এক্সে লেখেন, তাঁর এক বন্ধু সিদ্ধান্ত নিয়েছেন বিয়েতে সোনা না কিনে শুধুমাত্র আংটি ও মঙ্গলসূত্রেই বিষয়টি সীমাবদ্ধ রাখবেন। কারণ, বর্তমান দামে সোনা কিনলে বিয়ের বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ওই দম্পতির মতে, সোনায় খরচ না করে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করাই বুদ্ধিমানের। পোস্টে আরও বলা হয়, “সোনা ছাড়া বিয়ে করা স্বাভাবিক বিষয় হওয়া উচিত। এতে কোনও বিচার বা সমালোচনা থাকা দরকার নেই। নইলে মধ্যবিত্ত পরিবার ঋণের বোঝায় ডুবে যেতে পারে।”
advertisement
advertisement
advertisement
advertisement
তবে বিপরীত মতও রয়েছে। এক অংশের মতে, বিয়ের বাজেটে অন্য খরচ কমিয়ে সোনায় বিনিয়োগ করাই যুক্তিযুক্ত। এক পোস্টে দাবি করা হয়, “বিয়েতে একমাত্র প্রয়োজনীয় খরচ হল সোনা। অন্তত ৭০ শতাংশ বাজেট সোনায় খরচ করা উচিত। ভারতীয় মহিলাদের কাছে বিপুল পরিমাণ সোনা থাকার পেছনে বিয়ের এই প্রথাই কারণ, যা বাস্তবে মহিলাদের আর্থিক ক্ষমতা বাড়ায়।”
advertisement









