Lottery: লাখ লাখ টাকার লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও? তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Lottery: ভাগ্য ফেরাতে লটারি কাটেন বহু মানুষ। তবে এবার সেই স্বপ্নের লটারির মধ্যেও মিশে রয়েছে নকল! চমকে দেওয়া এমনই এক চক্রের হদিশ মিলল বীরভূমের সিউড়িতে।
বীরভূম: বীরভূমে লটারি কাটছেন! আসল নকল যাচাই করুন। ভাগ্য ফেরাতে লটারি কাটেন বহু মানুষ। তবে এবার সেই স্বপ্নের লটারির মধ্যেও মিশে রয়েছে নকল! চমকে দেওয়া এমনই এক চক্রের হদিশ মিলল বীরভূমের সিউড়িতে। কেন্দুয়া ফকিরপাড়ার এক বাড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে হানা দিয়ে প্রায় তিন কোটি টাকার জাল লটারি উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যে এই জাল লটারি সরবরাহ করা হত। জেলার বিভিন্ন প্রান্তেও এই লটারি ছড়িয়ে পড়ত। যদিও এদিন এই বিপুল পরিমাণ লটারি বাজেয়াপ্ত হলেও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কারোকে আটক করতে পারেনি পুলিশ। কারা এই চক্রের সঙ্গে যুক্ত? কোথায় থেকে আসছে এই বিপুল পরিমাণ জাল লটারি? চক্রের মূল পান্ডাই বা কে জানতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: সিউড়িতে জমজমাট স্কুল দাবা প্রতিযোগিতা, রাজ্য স্তরে যাওয়ার সুযোগ ১৭ জনের
স্থানীয়রা ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানান, নিরিবিলি ওই বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা হঠাৎ বেড়েছিল। কিন্তু জাল লটারির মত অপরাধমূলক কাজ যে এখানে চলত, তা কেউ কল্পনাও করতে পারেননি।
advertisement
আরও পড়ুন: শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছেন? পর্যটকদের জন্য নতুন নিয়ম বিশ্বভারতীর! এখনই জানুন
তবে বীরভূমে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার জাল লটারি চক্রের সঙ্গে যুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এমনকি উদ্ধার হয়েছে জাল লটারি প্রিন্টারও। সম্প্রতি দুবরাজপুর থেকে দুবরাজপুর থানার পুলিশ উদ্ধার করে প্রায় ১০ কোটি টাকার জাল লটারি। ঘটনায় গ্রেফতার হয় বেশ কয়েকজন।
advertisement
তারপরেই সিউড়িতে এই বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার হওয়াতে তদন্তের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ। তাই লটারি কেনার সময় আসল নকল যাচাই করুন, নাহলে কোটিপতি হওয়াতো দূরে থাক গাঁটের কড়ি খরচ করে নিজেই হবেন প্রতারণার শিকার।
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: লাখ লাখ টাকার লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও? তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!