Birbhum News: সিউড়িতে জমজমাট স্কুল দাবা প্রতিযোগিতা, রাজ্য স্তরে যাওয়ার সুযোগ ১৭ জনের

Last Updated:

Birbhum News: বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হল বিদ্যালয় স্তরের দাবা প্রতিযোগিতা। জেলা স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে অংশ নিয়েছিল ১০৬ জন প্রতিযোগী।

+
স্কুল

স্কুল দাবা প্রতিযোগিতা

সিউড়ি, বীরভূম: বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হল বিদ্যালয় স্তরের দাবা প্রতিযোগিতা। জেলা স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে অংশ নিয়েছিল ১০৬ জন প্রতিযোগী। দাবা মানেই শুধু খেলা নয়, মেধার লড়াইআর সেই লড়াই দেখতে স্কুল প্রাঙ্গণেও ছিল দর্শকদের ভিড়একদিনের এই সিলেকশন ট্রায়াল আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস, সহযোগিতায় বীরভূম জেলা দাবা সংস্থা ও সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দির। বালক-বালিকা বিভাগে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বয়সীদের মধ্যে তিন রাউন্ডে লড়াই চলে। সেখান থেকেই বাছাই করা হয়েছে সেরা ১৭ জনকে, যারা আগামী আগস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে অনুষ্ঠিত রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় অংশ নেবে।
advertisement
সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য জিতেন্দ্র চট্টোপাধ্যায় জানান,এই উদ্যোগকে বীরভূমবাসী স্বাগত জানাচ্ছে, এবং এত সংখ্যক ছাত্রছাত্রী আজকের এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাও একটা দেখার মত বিষয়, আগামী দিনেও আশা রাখব আরও অনেক সংখ্যক ভাই বোন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।” 
advertisement
advertisement
রামপুরহাট হেরিটেজ স্কুলের পরিচালক স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন,আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব, তারা নিজস্ব এলাকায় এই দাবা প্রতিযোগিতাকে উৎসাহ দিক। আজকের সমাজে যেখানে মোবাইল আমাদের বন্ধু, অনেক সময় সেটা ডিস্ট্র্যাক্ট করে। সেখানে দাবা আমাদের একটা অস্ত্র হতে পারে, বাচ্চাগুলোকে মন সংযোগ বাড়ানোর ক্ষেত্রে।
advertisement
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ডিস্ট্রিক্ট কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম কুমার মন্ডল, বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস ভাণ্ডারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একদিনের প্রতিযোগিতায় শুধুই জয়-পরাজয়ের লড়াই ছিল না, ছিল আগামী দিনের প্রতিশ্রুতি তৈরি হওয়ার সম্ভাবনাও। দাবা প্রেমী জেলার জন্য নিঃসন্দেহে এটি বড় খবর।
advertisement
সুদীপ্ত গড়াই
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Birbhum News: সিউড়িতে জমজমাট স্কুল দাবা প্রতিযোগিতা, রাজ্য স্তরে যাওয়ার সুযোগ ১৭ জনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement