Archaeology: মূর্তি থেকে লিপি! গুপ্ত যুগ থেকে মুঘল পর্ব! ইতিহাসের আকর এই গ্রামে মাটি খুঁড়লেই উঠে আসে প্রত্নতাত্ত্বিক নিদর্শন!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Archaeology: এই গ্রাম গেলে আপনার আর ফিরে আসতে মন চাইবে না, আসল কারণ জানলে চমকে উঠবেন।
সৌভিক রায়, বীরভূম: গ্রামটির নাম বারাগ্রাম। আপাতত দৃষ্টিতে আর পাঁচটা গ্রামের সঙ্গে বীরভূমের এই গ্রামের কোনও পার্থক্য নেই। পার্থক্য খুঁজে পাবেন গোটা গ্রাম ঘুরতে ঘুরতে। ইতিউতি খুঁজে পাবেন পাথরের মূর্তি, লিপি আরও কত কী? কোনওটা চার মাথার ব্রহ্মার আকারে। কোনওটার গায়ে আবার ফার্সি উর্দু আরবি ভাষায় কিছু লেখা। পাথর গুলির বয়স সঠিক ভাবে বলা যাবে না। প্রকৃতির অত্যাচারে অনেকগুলি নষ্ট হয়ে যাবার মুখে। হতে পারে এগুলি গুপ্ত যুগের বা মোগল যুগের।
এ এলাকায় কেন এমন পুরানো নিদর্শন ছড়িয়ে রয়েছে, যথার্থ কারণ জানা যায়নি। তবে এখনও মাটি খুঁড়লে উঠে আসে এই মূর্তির ভগ্নাবশেষ। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র বা পাটনা। বীরভূম গুপ্ত যুগের প্রাধান্য পাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মুঘল যুগেও বীরভূম একটি অন্যতম ব্যবসায়ী কেন্দ্র হিসেবে প্রাধান্য পেত। এর পাশাপাশি ব্রিটিশ আমলেও বিভিন্ন ধরনের ব্যবসা হত এই বীরভূম জুড়ে।
advertisement
তাছাড়া বীরভূম এবং তার সংলগ্ন অঞ্চল থেকে পার্শ্ববর্তী পূর্ব ভারতে সৈন্য পরিচালনার সুবিধা ছিল। হয়ত সেই কারণে বীরভূমের বারাগ্রামে প্রাকৃতিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। গোটা বিষয়টা নিয়ে প্রত্নবিভাগ উদাসীন। চুরি গিয়েছে একাধিক মূর্তি। তবুও এলাকার স্থানীয় বাসিন্দারা এই সমস্ত মূর্তি তুলে রেখেছেন ধর্মীয় স্থানে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত অফিসে একটি ঘর বানিয়ে এই সমস্ত মূর্তি সংরক্ষণ এর ব্যবস্থা করা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : দামী ওষুধ-সিরাপ লাগবেই না! মাত্র ৭ দিনেই টনসিলের ব্যথা-গলা ফোলা কমাবে এই পাতা ফোটানো জল!
কিন্তু এমন ভাবে এই অমূল্য সম্পদ সংরক্ষণ করা সম্ভব নয়। সঠিক পরিকল্পনা থাকলে এই গ্রাম আগামিদিনে পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে একটি জায়গা দখল করে নিতে পারে। গুপ্ত এবং মোঘল যুগকে জানতে এই নিদর্শন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ইতিহাসপ্রেমীদের কাছে। এলাকার স্থানীয় বাসিন্দারাও চাইছেন এই মূর্তি গুলি সংরক্ষণ করা হোক।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 8:50 PM IST