South 24 Parganas News: বর্ষার আগেই সুখবর! এবার চাষিদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফায়েড বীজ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনায় এবার বর্ষার আগেই এবার চাষিদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফায়েড বীজ। ৪০ টাকা কেজি দরে চাষিরা উন্নতমানের ধানবীজ পাবেন এবার।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় এবার বর্ষার আগেই এবার চাষিদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফায়েড বীজ। ৪০ টাকা কেজি দরে চাষিরা পাবেন এবার উন্নতমানের ধানবীজ ।
একজন চাষি সর্বাধিক ৩০ কেজি পর্যন্ত ধান বীজ পাবেন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ দেওয়া দেওয়া হবে। সামনের বর্ষার মরশুমের জন্য আর কিছুদিন পর থেকেই চাষিরা বীজতলা তৈরির কাজ শুরু করবেন। তার আগেই তাঁদের বীজ দেওয়া হবে।
advertisement
advertisement
তবে সরকারি উদ্যোগে কেনো এই বীজ দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে বাইরে বীজ কিনে চাষিরা অনেক সময় প্রতারিত হন। ভালো গুণমানের বীজ দেওয়া হয় না। ফলে ক্ষতির মুখে পড়েন চাষিরা। কিন্তু, সরকারি খামার থেকে বীজ কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম।
advertisement
১৯ থেকে ২৩ মে পর্যন্ত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের খামার থেকে এই বীজ দেওয়া হবে। তবে কৃষকদের দাবি সরকারি বীজের গ্রহণ যোগ্যতা অনেক বেশি থাকে। তা নির্দিষ্ট একটি জায়গা থেকে দেওয়া হয়। চাষিদের স্বার্থের কথা ভেবে তা প্রতিটি পঞ্চায়েত এলাকায় দেওয়া ফলে খুবই ভাল হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বর্ষার আগেই সুখবর! এবার চাষিদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফায়েড বীজ