Nadia News: শুধু সার নয়, বর্জ্য পদার্থ দিয়ে এবার তৈরি হবে সিমেন্ট, পুরসভার নয়া উদ্যোগ

Last Updated:

পচনশীল বর্জ্য পদার্থ আলাদা করে সেগুলিকে সার হিসেবে উৎপাদন এবং যেগুলি অপচনশীল অর্থাৎ প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে

+
শান্তিপুর

শান্তিপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড

মৈনাক দেবনাথ, শান্তিপুর: জঞ্জাল অপসারণ শান্তিপুর শহরের দীর্ঘদিনের সমস্যা। পুরসভার নিজস্ব জায়গা থাকলেও রক্ষণাবেক্ষণের সেই সমস্যা দূর করতে অবশেষে এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্প চালু হচ্ছে। যার কাজ অনেকটাই এগিয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা হয়েছে। তার থেকে সার তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। ডাম্পিং গ্রাউন্ডে যে বিপুল পরিমাণ জঞ্জাল জমা হত সেখান থেকে দৈনিক প্রায় ১৫০ টনের মত জঞ্জাল প্রক্রিয়াকরণ করা হয়, এরপর আরো একটি মেশিন বসিয়ে দৈনিক মোট ৩০০  টনের মতো জঞ্জাল প্রক্রিয়াকরণ করা হবে। শুধু তাই নয় পচনশীল বর্জ্য পদার্থ আলাদা করে সেগুলিকে সার হিসেবে উৎপাদন এবং যেগুলি অপচনশীল অর্থাৎ প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে।
এছাড়াও ভবিষ্যতে এই ডাম্পিং গ্রাউন্ডে তৈরি করা হবে বনসৃজন। দেওয়াল অংকন এর মধ্যে দিয়ে সৌন্দর্যায়ন করা হবে। ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকা জুড়ে দেওয়া হয়েছে প্রাচীর। লাগান হবে একাধিক গাছপালা। যাতে প্রতিনিয়ত সেই স্তূপকার এবং দুর্গন্ধ থেকে মুক্তি দেওয়া যায় স্থানীয় এলাকার মানুষদের।
advertisement
advertisement
এলাকার মানুষের অভিযোগ ছিল, যারা পুরসভার কর্মীরা স্থানে কাজকর্ম করতেন জ্ঞানত কিংবা নিজের অজান্তেই হোক তারাই ওখানে আগুন ধরিয়ে দিয়ে যেতেন, যার ফলে দুর্গন্ধের পাশাপাশি বায়ু দূষণ ও ব্যাপক হারে বৃদ্ধি পেত ওই জায়গায়। তবে এলাকাবাসীর পক্ষ থেকেও পুরসভার এই উদ্যোগকে শুভেচ্ছা জানান হয়েছে। রাস্তাঘাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এলাকা দেখতে হবে সুন্দর এবং ডাম্পিং গ্রাউন্ডে বনসৃজন ভবিষ্যতে তৈরি করলে তাও পরিবেশের জন্য ভালো হলেই জানাচ্ছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শুধু সার নয়, বর্জ্য পদার্থ দিয়ে এবার তৈরি হবে সিমেন্ট, পুরসভার নয়া উদ্যোগ
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement