Kharagpur Left Leader Attack Update: তৃণমূলের শো কজ, প্রতিবাদের ঝড়! এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, এবার হাইকোর্টে মামলা আক্রান্ত বাম নেতার

Last Updated:

শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার না করায় এবার ন্যায়বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন খড়্গপুরের ওই আক্রান্ত বৃদ্ধ অনিল দাস৷

অভিযুক্ত তৃণমূলনেত্রী বেবি কোলে (বাঁদিকে)৷ আক্রান্ত বাম নেতা অনিল দাস (ডানদিকে)৷
অভিযুক্ত তৃণমূলনেত্রী বেবি কোলে (বাঁদিকে)৷ আক্রান্ত বাম নেতা অনিল দাস (ডানদিকে)৷
শঙ্কর রাই, খড়্গপুর: ব্যস্ত রাস্তার উপরে প্রবীণ বাম নেতাকে বেধড়ক মারধর করেছিলেন এলাকার তৃণমূলনেত্রী৷ বৃদ্ধের গায়ে রং ঢেলে দেওয়ার পাশাপাশি তাঁকে জুতোপেটাও করা হয়৷ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছিলেন প্রত্যক্ষদর্শী অনেকেই৷ গত ৩০ জুন খড়্গপুর শহরের এই ঘটনায় অভিযুক্ত নেত্রীর সমালোচনায় সরব হয়েছিল তৃণমূলও৷ নেত্রীকে শোকজ করার পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে তাঁকে শো কজও করা হয়৷ পাশাপাশি খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত বাম নেতা অনিল দাসও৷
কিন্তু এই ঘটনার পরে ওই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি৷ উল্টে প্রতিবাদী ওই বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন অভিযুক্ত নেত্রীর এক সঙ্গী৷
শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার না করায় এবার ন্যায়বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন খড়্গপুরের ওই আক্রান্ত বৃদ্ধ অনিল দাস৷ পাশাপাশি ওই মহিলানেত্রীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছএন তাঁর স্ত্রীও৷
advertisement
advertisement
অনিল দাস নামে ওই বৃদ্ধ বলেন, ‘প্রশাসনের মদত ছাডা় দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটানো যায় না৷ ৪৫ বছরের বেশি রাজনীতি করছি৷ খড়্গপুরে কোনওদিন কোনও রাজনৈতিক নেতাকে এভাবে হেনস্থা হতে দেখিনি৷ হাইকোর্টে আমি আবেদন করে বলেছি, সেদিন আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল৷ ওরা ভোজালি আনার কথা বলছিল, আমার টাকাও ছিনিয়ে নেওয়া হয়৷ আমি কোনওক্রমে রংয়ের দোকানে ঢুকে পড়ে প্রাণ বাঁচাই৷ আশা করি, হাইকোর্ট থেকে ন্যায়বিচার পাবো৷’
advertisement
পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূলনেত্রীর হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আক্রান্ত ওই বৃদ্ধ৷ বেবি কোলে এবং তাঁর সঙ্গীদের তোলা অভিযোগও মিথ্যা বলে দাবি করেছেন তিনি৷ আদালতে সব প্রমাণ হয়ে যাবে বলেও দাবি করেছেন অনিল দাস৷
অনিলবাবুর দাবি, ওই তৃণমূল নেত্রী স্থানীয় এক মহিলার বাড়ির দেওয়াল ভেঙে শৌচাগার বন্ধ করে দেন অভিযুক্ত তৃণমূল নেত্রী৷ তারই প্রতিবাদে ওই মহিলাকে নিয়ে থানায় গিয়ে বেবি কোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করান তিনি৷ সেই রাগ থেকেই তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur Left Leader Attack Update: তৃণমূলের শো কজ, প্রতিবাদের ঝড়! এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, এবার হাইকোর্টে মামলা আক্রান্ত বাম নেতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement