Kharagpur Left Leader Attack Update: তৃণমূলের শো কজ, প্রতিবাদের ঝড়! এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, এবার হাইকোর্টে মামলা আক্রান্ত বাম নেতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার না করায় এবার ন্যায়বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন খড়্গপুরের ওই আক্রান্ত বৃদ্ধ অনিল দাস৷
শঙ্কর রাই, খড়্গপুর: ব্যস্ত রাস্তার উপরে প্রবীণ বাম নেতাকে বেধড়ক মারধর করেছিলেন এলাকার তৃণমূলনেত্রী৷ বৃদ্ধের গায়ে রং ঢেলে দেওয়ার পাশাপাশি তাঁকে জুতোপেটাও করা হয়৷ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছিলেন প্রত্যক্ষদর্শী অনেকেই৷ গত ৩০ জুন খড়্গপুর শহরের এই ঘটনায় অভিযুক্ত নেত্রীর সমালোচনায় সরব হয়েছিল তৃণমূলও৷ নেত্রীকে শোকজ করার পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে তাঁকে শো কজও করা হয়৷ পাশাপাশি খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত বাম নেতা অনিল দাসও৷
কিন্তু এই ঘটনার পরে ওই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি৷ উল্টে প্রতিবাদী ওই বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন অভিযুক্ত নেত্রীর এক সঙ্গী৷
শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার না করায় এবার ন্যায়বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন খড়্গপুরের ওই আক্রান্ত বৃদ্ধ অনিল দাস৷ পাশাপাশি ওই মহিলানেত্রীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছএন তাঁর স্ত্রীও৷
advertisement
advertisement
অনিল দাস নামে ওই বৃদ্ধ বলেন, ‘প্রশাসনের মদত ছাডা় দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটানো যায় না৷ ৪৫ বছরের বেশি রাজনীতি করছি৷ খড়্গপুরে কোনওদিন কোনও রাজনৈতিক নেতাকে এভাবে হেনস্থা হতে দেখিনি৷ হাইকোর্টে আমি আবেদন করে বলেছি, সেদিন আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল৷ ওরা ভোজালি আনার কথা বলছিল, আমার টাকাও ছিনিয়ে নেওয়া হয়৷ আমি কোনওক্রমে রংয়ের দোকানে ঢুকে পড়ে প্রাণ বাঁচাই৷ আশা করি, হাইকোর্ট থেকে ন্যায়বিচার পাবো৷’
advertisement
পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূলনেত্রীর হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আক্রান্ত ওই বৃদ্ধ৷ বেবি কোলে এবং তাঁর সঙ্গীদের তোলা অভিযোগও মিথ্যা বলে দাবি করেছেন তিনি৷ আদালতে সব প্রমাণ হয়ে যাবে বলেও দাবি করেছেন অনিল দাস৷
অনিলবাবুর দাবি, ওই তৃণমূল নেত্রী স্থানীয় এক মহিলার বাড়ির দেওয়াল ভেঙে শৌচাগার বন্ধ করে দেন অভিযুক্ত তৃণমূল নেত্রী৷ তারই প্রতিবাদে ওই মহিলাকে নিয়ে থানায় গিয়ে বেবি কোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করান তিনি৷ সেই রাগ থেকেই তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur Left Leader Attack Update: তৃণমূলের শো কজ, প্রতিবাদের ঝড়! এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, এবার হাইকোর্টে মামলা আক্রান্ত বাম নেতার