Business Idea: মেদিনীপুরের পশু চিকিৎসকের তাক লাগানো বিজনেস আইডিয়া! ঘরে বসে বানাচ্ছেন 'এই' জিনিস, সামান্য বিনিয়োগেই নজরকাড়া আয়
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Business Idea: সামান্য বুদ্ধি কাজে লাগিয়ে মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে প্রতি মাসে বেশ ভালো রোজগার হতে পারে। বাড়িতে অবসর সময়কে কাজে লাগিয়ে 'এই' জিনিস বানিয়ে বিক্রি করছেন পশু চিকিৎসক পার্থিব। সেখান থেকেই আয় করছেন তিনি।
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ বর্তমান সময়ে বাড়িতে বসে রোজগারের উপায় খোঁজেন বহু মানুষ। এবার নূন্যতম খরচে কিছু জিনিস বানিয়ে প্রতি মাসে বেশ কয়েক হাজার টাকা আয়ের দিশা দেখাচ্ছেন এক পশু চিকিৎসক। নিজের পেশাগত সময়ের অবসরে এই জিনিস বানিয়ে একদিকে যেমন নিজে বিকল্প আয়ের দিশা দেখছেন, তেমনই অন্যদেরও পথ দেখাচ্ছেন। তাঁর এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সামান্য জিনিস এবং নিজের শৌখিনতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রোজগার করছেন তিনি।
চাবির রিং জিনিসটি কমবেশি সকলেই পছন্দ করেন। বাজারে রেডিমেড বিভিন্ন ধরনের চাবি রিং কিনতে পাওয়া যায়। এবার সমুদ্রে পাওয়া বিভিন্ন শামুক, ঝিনুক, বেশ কিছু অ্যান্টিক জিনিস এবং একটি স্বচ্ছ ছোট কাচের কন্টেনার দিয়ে এই চাবির রিং বানিয়ে বিক্রি করছেন এক পশু চিকিৎসক। এগুলি গ্রাহকদের পছন্দমতো কাস্টমাইজও হয়। পশু চিকিৎসকের এই ভাবনা ও উদ্যোগ নজর কেড়েছে।
advertisement
আরও পড়ুনঃ শ্যামা পুজোর মণ্ডপ থেকে দেবীর গয়না চুরি! পুলিশের জালে ধরা পড়ল চোর, কে চুরি করেছিল জানতেই রেগে আগুন গ্রামবাসী
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়াড়ির বাসিন্দা পার্থিব রায়, বর্তমানে তিনি ভিন জেলায় কর্মরত। কাজের অবসরে এই ব্যক্তিই তৈরি করছেন এই সমস্ত শৌখিন জিনিস। একটি ছোট্ট কাচের কন্টেনার, সামান্য ঝিনুক-শামুক, হ্যান্ডমেড পেপার ও নিজের পছন্দের সামান্য জিনিস দিয়ে খুব সহজেই এই চাবি রিং বানাচ্ছেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, এই কন্টেনারগুলির দাম ২০ টাকা মতো। ঝিনুক ও শামুক সমুদ্রে পাওয়া যায়, কিনতে গেলেও দাম খুব বেশি নয়। অন্যদিকে অ্যান্টিক জিনিসের দামও অল্প। তাই সামান্য বুদ্ধি কাজে লাগিয়ে মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে প্রতি মাসে বেশ ভালো রোজগার হতে পারে। বাড়িতে অবসর সময়কে কাজে লাগিয়ে এই পশু চিকিৎসক তৈরি করছেন এই জিনিস। অনলাইন ও অফলাইন মাধ্যমে এই সামগ্রী বিক্রি করে বাকিদেরও উপার্জনের দিশা দেখাচ্ছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 23, 2025 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: মেদিনীপুরের পশু চিকিৎসকের তাক লাগানো বিজনেস আইডিয়া! ঘরে বসে বানাচ্ছেন 'এই' জিনিস, সামান্য বিনিয়োগেই নজরকাড়া আয়







