শ্যামা পুজোর মণ্ডপ থেকে দেবীর গয়না চুরি! পুলিশের জালে ধরা পড়ল চোর, কে চুরি করেছিল জানতেই রেগে আগুন গ্রামবাসী

Last Updated:

West Medinipur News: প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমক করে শ্যামা পুজোর আয়োজন করা হয়। সেই পুজোতেই হানা দেয় চোর! পুজো মণ্ডপে মায়ের গা থেকে গায়েব হয় যায় সোনার অলংকার।

+
ঠাকুরের

ঠাকুরের গয়না চুরির ঘটনায় অভিযুক্ত ধরা পড়েছে

শাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ফের পুলিশের সাফল‍্য। সর্বজনীন শ‍্যামা পুজোর মণ্ডপ থেকে চুরি হয়েছিল মায়ের সোনার গয়না, উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই সেই ঘটনার কিনারা হল। দাসপুর থানার অন্তর্গত যদুপুর গ্রামে আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শ‍্যামা পুজো হয়। সেই পুজোয় এক অঘটনে থমকে যায় গোটা পাড়া!  প্রশ্ন ওঠে, এই ঘটনার পিছনে কে আছেন? অবশেষে মিলল সেই উত্তর। ধরা পড়ল চোর, পুলিশের তৎপরতার উদ্ধার হল মায়ের গয়না। উর্দিধারীদের সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ।
দীপাবলির মরশুমে চারিদিক আলোয় সেজে উঠেছিল। সকলে শ‍্যামা পুজোয় মেতে উঠেছিলেন। প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়। সেই পুজোতেই হানা দেয় চোর! পুজো মণ্ডপে মায়ের গা থেকে গায়েব হয় যায় সোনার অলংকার। দেবীকে ভালবেসে নানা সময়ে সোনার গয়না উপহার দিয়েছেন অনেকে। প্রাপ্ত সেসব গয়না বছরে একদিন মাকে পরানো হয়। তবে এই বছর ঘটে যায় অঘটন।
advertisement
আরও পড়ুনঃ বিনা ইনভেস্টমেন্টে প্রতিমাসে রোজগার! বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার টাকা রোজগার, কীভাবে জানুন
সেকথা জানাজানি হতেই সবাই ভিড় করেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোখে জল নিয়ে পুরোহিত বলেছিলেন, আমার বয়স পঞ্চাশোর্দ্ধ। এতদিন পুজো করছি, কখনও এই রকম দুর্ঘটনা ঘটেনি। এই বছরই মায়ের গয়না চুরি গেল। অভিমানের সুরে তিনি বলেন, মা কিছু একটা করুক, নিজের গয়না নিজে খুঁজে আনুক। পুরোহিতের সেকথাই যেন মা শুনলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাত বারোটা নাগাদ পুলিশের তৎপরতায় ধরা পড়ল চোর। চুরি যাওয়া সমস্ত গয়নাও উদ্ধার হয়েছে। ধৃতকে এদিন ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। জানা যায়, ধৃত চোরের নাম সহদেব মণ্ডল। বাড়ি যদুপুরেই। গ্রামের মায়ের গয়না গ্রামের মানুষের কাছে আবেগসম। সেখানে গ্রামের বাসিন্দা হয়ে তিনি কীভাবে এই ন‍্যক্কারজনক ঘটনা ঘটালেন সেই ভেবে আরও ক্ষুব্ধ হচ্ছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্যামা পুজোর মণ্ডপ থেকে দেবীর গয়না চুরি! পুলিশের জালে ধরা পড়ল চোর, কে চুরি করেছিল জানতেই রেগে আগুন গ্রামবাসী
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement