বসিরহাট সীমান্তের বিস্তীর্ণ এলাকায় চালু বিএসএফ এর 'অপস'
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
BSF- বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা : প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্ত এলাকায় চালু বিএসএফ এর ‘অপস’। বসিরহাটের স্বরূপনগরের স্থল সীমান্ত থেকে সুন্দরবনের জল সীমান্তের বিস্তীর্ণ এলাকায় চালু বিএসএফ এর ‘অপস’।
প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় জোর দিল বিএসএফ। ২৩শে জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে।
সেখানে উল্লেখ করা হয়েছে, বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানহবে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই ‘অপস’ বা অপারেশন অ্যালার্ট। বিএসএফের পূর্বাঞ্চলের ক্ষেত্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের জন্যই কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের এই ‘অপস’ অ্যালার্ট শুরু হয়েছে।
আরও পড়ুন- সন্দেহ ছিল, জেসিবি মাটি খুঁড়তেই আওয়াজ হল ঠকাং,তারপর একে একে খোঁজ ,ভর্তি নিষিদ্ধ জিনিসে
প্রসঙ্গত, বসিরহাটের স্বরূপনগর থেকে হেমনগর পর্যন্ত স্থল ও জল সীমান্ত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে জল সীমান্ত ৫০কিমি ও স্থল সীমান্ত ৪৬ কিমি।
advertisement
বিএসএফের ১০২, ১৪৩, ৭৪, ৮৫ ও ১১৮ ব্যাটেলিয়নকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে। বিএসএফের স্পিডবোট ও ওয়াটার আউটপোস্ট-সহ একাধিক জলযানে রায়মঙ্গল, কালিন্দী, গোমতী ও ইছামতি নদীতে টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা। বিশেষ করে ঘোজাডাঙ্গা সীমান্ত যেখান থেকে বাংলাদেশি পর্যটক, পড়ুয়া ও রুগীরা পাসপোর্টে ভারতে প্রবেশ করেন।
সেখানে তল্লাশি চালানো হচ্ছে জোর কদমে। এর আগেও বসিরহাটের একাধিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করে একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছেন ভিনদেশীরা। তাই পুরো এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ-এর এই উদ্যোগ। সীমান্তে দায়িত্বে থাকা সবক’টি বর্ডার আউট পোস্টকে বিএসএফ-এর তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়়ুন- বাঘাযতীনের পর কী বিধাননগরে…? বিপজ্জনক বহুতল খালির নির্দেশ দিল পৌরনিগম
পাশাপাশি বসিরহাট পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালু হয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ হাসনাবাদ, বসিরহাট ও হেমনগর সহ বসিরহাট পুলিশ জেলার ১১টি থানার উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এবং বাজারগুলোতে নাকা চেকিং চালানো হচ্ছে। দিনরাত চলছে টহলদারি। তেঁতুলিয়া, বসিরহাট, মালঞ্চ, হাসনাবাদের বনবিবি সেতু, কাটাখালি সেতু ও হাড়োয়া সেতুতে নাকা চেকিং চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 11:52 PM IST