North 24 Parganas News: বাঘাযতীনের পর কী বিধাননগরে...? বিপজ্জনক বহুতল খালির নির্দেশ দিল পৌরনিগম
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
খালি করার নির্দেশ বিপদজনক এইসব বহুতল, নোটিশ পৌরনিগমের
উত্তর ২৪ পরগনা: যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, প্রাণহানির আতঙ্ক থেকে বাঁচতেই বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের জগৎপুর নেতাজিপল্লী এলাকার বহুতল খালির নির্দেশ জারি করল বিধাননগর পুরনিগম। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ওই বহুতলটির তিন এবং চারতলা সম্পূর্ণ অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। ওই দুটি তলা বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে।
তাই ওই আবাসনের পার্শ্ববর্তী এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বহুতলটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে ৭ দিনের মধ্যে বাড়ি এবং জমির নথিপত্র নিয়ে পুরনিগমে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: শীতে ক’দিন টানা স্নান না করলে ক্ষতি নেই? রোজ স্নান করা কি আদৌ ভাল? ভুল জেনেই রোগের আখড়া হচ্ছে শরীর
advertisement
advertisement
কলকাতার বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনার পরই বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লীতে পরপর দুটি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি নজরে আসে। দেখা যায় একটি বহুতলের গায়ে আরেকটি বহুতল হেলে রয়েছে।
কলকাতা-সহ শহরতলীর বেশকিছু বহুতল আবাসনের এমনই বিপজ্জনক অবস্থা থাকায় সেই সমস্ত বাড়িগুলিকে চিহ্নিত করে খালি করার নির্দেশ ইতিমধ্যেই নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মহানাগরী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হওয়া নির্দেশ দিয়েছেন।
advertisement
সেই নির্দেশের পরই বিধাননগর পৌর নিগমের তরফে জারি করা হয়েছে এই নোটিস বলে জানা গিয়েছে। এদিন নির্দেশ নামা পোস্টার সাঁটিয়ে দিতেও দেখা যায় বিপজ্জনক এই বহুতলের গায়ে। যেখানে বহুতল খালির নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাঘাযতীনের পর কী বিধাননগরে...? বিপজ্জনক বহুতল খালির নির্দেশ দিল পৌরনিগম