North 24 Parganas News: বাঘাযতীনের পর কী বিধাননগরে...? বিপজ্জনক বহুতল খালির নির্দেশ দিল পৌরনিগম

Last Updated:

খালি করার নির্দেশ বিপদজনক এইসব বহুতল, নোটিশ পৌরনিগমের

বহুতল ঘিরে নির্দেশ
বহুতল ঘিরে নির্দেশ
উত্তর ২৪ পরগনা: যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, প্রাণহানির আতঙ্ক থেকে বাঁচতেই বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের জগৎপুর নেতাজিপল্লী এলাকার বহুতল খালির নির্দেশ জারি করল বিধাননগর পুরনিগম। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ওই বহুতলটির তিন এবং চারতলা সম্পূর্ণ অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। ওই দুটি তলা বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে।
তাই ওই আবাসনের পার্শ্ববর্তী এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বহুতলটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে ৭ দিনের মধ্যে বাড়ি এবং জমির নথিপত্র নিয়ে পুরনিগমে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে।
advertisement
advertisement
কলকাতার বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনার পরই বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লীতে পরপর দুটি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি নজরে আসে। দেখা যায় একটি বহুতলের গায়ে আরেকটি বহুতল হেলে রয়েছে।
কলকাতা-সহ শহরতলীর বেশকিছু বহুতল আবাসনের এমনই বিপজ্জনক অবস্থা থাকায় সেই সমস্ত বাড়িগুলিকে চিহ্নিত করে খালি করার নির্দেশ ইতিমধ্যেই নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মহানাগরী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হওয়া নির্দেশ দিয়েছেন।
advertisement
সেই নির্দেশের পরই বিধাননগর পৌর নিগমের তরফে জারি করা হয়েছে এই নোটিস বলে জানা গিয়েছে। এদিন নির্দেশ নামা পোস্টার সাঁটিয়ে দিতেও দেখা যায় বিপজ্জনক এই বহুতলের গায়ে। যেখানে বহুতল খালির নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাঘাযতীনের পর কী বিধাননগরে...? বিপজ্জনক বহুতল খালির নির্দেশ দিল পৌরনিগম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement