দুর্বিষহ প্লাবন, ইছামতিতে নৌকায় ভেসে গেল ত্রাণ! হাঁফ ছেড়ে বাঁচলেন দুর্গতরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
নৌকায় ত্রাণ সামগ্রী বিলি। ইছামতিতে ভেসে জলবন্দী মানুষদের কাছে এভাবেই পৌঁছল খাবার!
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: টানা চলা বৃষ্টির জেরে নতুন করে প্লাবিত হয়েছে সীমান্ত শহর বনগাঁর বিস্তীর্ণ এলাকা। এদিন সকালে রোদ উঠতেই, বিস্তীর্ণ এলাকার জলবন্দী আটকে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ দেখা গেল বনগাঁ পৌরসভার পৌর প্রধান সহ আধিকারিকদের মধ্যে। ইছামতি-তে নৌকা নিয়েই ত্রাণ সামগ্রী নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকেরা।
বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে নৌকায় চেপে জলবন্দি এলাকা পরিদর্শনে নামেন। দুর্গতদের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, ডিম সহ প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছেন। পৌর প্রধান জানান বনগাঁ এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ এখন জলবন্দি অবস্থায়।
advertisement
আরও পড়ুন : শান্তিনিকেতনের হস্তশিল্প এখন আসানসোলে, ৫ টাকায় হোমমেড চকলেট! একবার না গেলে মিস করবেন
শিবিরে খাওয়ার ব্যবস্থার পাশাপাশি এদিন প্রায় সাতশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন দেখা যায় নদীতে নৌকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে জল বন্দি মানুষদের হাতে এই সব ত্রাণ সামগ্রী তুলে দিতে। জলবন্দী এলাকার মানুষজন জানান দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই রয়েছেন তারা। জলের কারণে ঘা ও জ্বরের প্রকোপও দেখা দিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন কত দিনে এই পরিস্থিতি বদলাবে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী মেলায় কিছুটা হলেও যেন স্বস্তি এই অসহায় মানুষদের। পরিস্থিতির উপর প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে ইছামতি সংস্কার না হওয়ার কারণেই এমন জল যন্ত্রণা বলছেন এলাকার মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 5:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্বিষহ প্লাবন, ইছামতিতে নৌকায় ভেসে গেল ত্রাণ! হাঁফ ছেড়ে বাঁচলেন দুর্গতরা