Zubeen-Arijit Viral Video: 'ও গাঁজা খায় আর আমি...!' অরিজিতের 'বিগ সিক্রেট' ফাঁস জুবিনের, মৃত্যুর পর পুরনো ভিডিও ভাইরাল হতেই বিরাট শোরগোল

Last Updated:

Zubeen-Arijit Viral Video: গায়ক জুবিন গর্গ এবং বলিউডের সঙ্গীত তারকা অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতোন ছিল৷ তিনি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

News18
News18
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে হতবাক করেছে। তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বলি-টলি মহল। জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জুবিন। উত্তর-পূর্ব ভারতের প্রচারের জন্য একটি সাংস্কৃতিক উৎসবে তাঁর পরিবেশনার একদিন আগেই সকলকে ছেড়ে চলে যান। জুবিনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷
কী ছিল সেই ভিডিওতে? গায়ক জুবিন গর্গ এবং বলিউডের সঙ্গীত তারকা অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতোন ছিল৷ তিনি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা এখন চরম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

 

View this post on Instagram

 

A post shared by Ajit Nath (@the_euphoric_soul_007)

advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে ৩ রাশির ‘লটারি’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে পোড়া কপাল
ভাইরাল ওই সাক্ষাৎকারে জুবিন বলেন, অরিজিৎ সিং গাঁজা পছন্দ করেন, এবং আমি মদ্যপান পছন্দ করি৷ তারপর বলেন, তিনি মুম্বই পছন্দ করেন না৷ একটি পডকাস্ট সাক্ষাৎকারের সময়, জুবিন প্রকাশ করেছিলেন যে তিনি কীভাবে তার পানীয় উপভোগ করেন, অন্যদিকে অরিজিতের আলাদা পছন্দ ছিল। ও আমার ভাইয়ের মতো। ও গাঁজা খায়। আমি মদ খাই। তিনি আরও বলেন যে, ধূমপান পছন্দ নয় তাঁর৷
advertisement
আরও পড়ুন-বিজয়া দশমীতেই লাগবে ‘জ্যাকপট’…! লাল কাপড়ে বেঁধে রাখুন ‘এটি’, মা দুর্গার আর্শীবাদে উপচে পড়বে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির জোয়ারে ভাসবেন
তাদের বিপরীত পছন্দ বর্ণনা করার জন্য তিনি একটি হাস্যকর উপমা যোগ করলেন। ‘আমি নৌবাহিনীতে। সে বিমানবাহিনীতে।’ সে সবসময় বলে ‘দাদা, তুমি বিমানবাহিনীতে চলে আসো৷ কিন্তু আমি বলি না, কারণ, আমি ধূমপান ঘৃণা করি।’ গায়কের মৃত্যুর পর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
মাত্র ২২ বছর বয়সে মদ্যপান শুরু করেছিলেন জুবিন গর্গ৷ তবে স্বাস্থ্যের অবনতি হতেই তা ছাড়ার চেষ্টা করেন কিন্তু তা পারেনি৷ পরে ফের মদ্যপান শুরু করেন৷ উল্লেখ্য, গায়কের মৃত্যুর পর থেকে পুলিশ মামলাটির তদন্ত করছে৷ অসম পুলিশ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সঙ্গীতশিল্পী শখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহানতাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ঘটনার সময় দু’জনেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এবং তাঁদের বিরুদ্ধ বেশ কিছু প্রমাণও পাওয়ার গেছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen-Arijit Viral Video: 'ও গাঁজা খায় আর আমি...!' অরিজিতের 'বিগ সিক্রেট' ফাঁস জুবিনের, মৃত্যুর পর পুরনো ভিডিও ভাইরাল হতেই বিরাট শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement