Zubeen-Arijit Viral Video: 'ও গাঁজা খায় আর আমি...!' অরিজিতের 'বিগ সিক্রেট' ফাঁস জুবিনের, মৃত্যুর পর পুরনো ভিডিও ভাইরাল হতেই বিরাট শোরগোল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Zubeen-Arijit Viral Video: গায়ক জুবিন গর্গ এবং বলিউডের সঙ্গীত তারকা অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতোন ছিল৷ তিনি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে হতবাক করেছে। তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বলি-টলি মহল। জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জুবিন। উত্তর-পূর্ব ভারতের প্রচারের জন্য একটি সাংস্কৃতিক উৎসবে তাঁর পরিবেশনার একদিন আগেই সকলকে ছেড়ে চলে যান। জুবিনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷
কী ছিল সেই ভিডিওতে? গায়ক জুবিন গর্গ এবং বলিউডের সঙ্গীত তারকা অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতোন ছিল৷ তিনি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা এখন চরম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে ৩ রাশির ‘লটারি’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে পোড়া কপাল
ভাইরাল ওই সাক্ষাৎকারে জুবিন বলেন, অরিজিৎ সিং গাঁজা পছন্দ করেন, এবং আমি মদ্যপান পছন্দ করি৷ তারপর বলেন, তিনি মুম্বই পছন্দ করেন না৷ একটি পডকাস্ট সাক্ষাৎকারের সময়, জুবিন প্রকাশ করেছিলেন যে তিনি কীভাবে তার পানীয় উপভোগ করেন, অন্যদিকে অরিজিতের আলাদা পছন্দ ছিল। ও আমার ভাইয়ের মতো। ও গাঁজা খায়। আমি মদ খাই। তিনি আরও বলেন যে, ধূমপান পছন্দ নয় তাঁর৷
advertisement
আরও পড়ুন-বিজয়া দশমীতেই লাগবে ‘জ্যাকপট’…! লাল কাপড়ে বেঁধে রাখুন ‘এটি’, মা দুর্গার আর্শীবাদে উপচে পড়বে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির জোয়ারে ভাসবেন
তাদের বিপরীত পছন্দ বর্ণনা করার জন্য তিনি একটি হাস্যকর উপমা যোগ করলেন। ‘আমি নৌবাহিনীতে। সে বিমানবাহিনীতে।’ সে সবসময় বলে ‘দাদা, তুমি বিমানবাহিনীতে চলে আসো৷ কিন্তু আমি বলি না, কারণ, আমি ধূমপান ঘৃণা করি।’ গায়কের মৃত্যুর পর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
মাত্র ২২ বছর বয়সে মদ্যপান শুরু করেছিলেন জুবিন গর্গ৷ তবে স্বাস্থ্যের অবনতি হতেই তা ছাড়ার চেষ্টা করেন কিন্তু তা পারেনি৷ পরে ফের মদ্যপান শুরু করেন৷ উল্লেখ্য, গায়কের মৃত্যুর পর থেকে পুলিশ মামলাটির তদন্ত করছে৷ অসম পুলিশ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সঙ্গীতশিল্পী শখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহানতাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ঘটনার সময় দু’জনেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এবং তাঁদের বিরুদ্ধ বেশ কিছু প্রমাণও পাওয়ার গেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 4:43 PM IST