ব্যাপক আয়োজন! বিগ বাজেট থেকে শুরু করে মহিলা পরিচালিত পুজো! শিলিগুড়ির কার্নিভালে থাকছে কারা? জানুন!
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
শিলিগুড়ি হিলকার্ট রোডে শনিবার দুর্গাপুজো কার্নিভাল, অংশ নিচ্ছে ১২টি বড় পুজো কমিটি ও ক্লাব, নিরাপত্তা ও ট্রাফিকে প্রশাসনের কড়া নজর, উৎসবে থাকছে শিল্পকলা ও ঐতিহ্যের মেলবন্ধন।
advertisement
শুক্রবার সকালে কার্নিভালের স্থান হিলকার্ট রোড পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি, ডিসিপি ট্রাফিক, পুরো কমিশনার ও সচিব। সঙ্গে ছিলেন পুরনিগমের বাস্তুকার এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও সামগ্রিক ব্যবস্থাপনাকে কেন্দ্র করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের বার্তা স্পষ্ট—“শহরবাসীর জন্য নির্ভুল ও নিরাপদ কার্নিভাল উপহার দিতে চাই আমরা।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এ বছর মোট ১২টি বড় পুজো কমিটি ও ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। তালিকায় রয়েছে—বাবুসিং স্পোর্টিং ক্লাবজনশ্রী ক্লাবনবদমী মহিলা বৃন্দ (একটি মহিলা পরিচালিত পুজো কমিটি, যা বিশেষ আকর্ষণ)কলেজ পাড়া পুজো কমিটিশিলিগুড়ি রবীন্দ্র সংঘশতাক্ষী দুর্গাপূজা কমিটিদাদা ভাই স্পোর্টিং ক্লাব (বিগ বাজেট পুজো)সুব্রত সংঘ (বিগ বাজেট পুজো)সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি (বিগ বাজেট পুজো)জাতীয় যুব সংঘরামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
advertisement








