BJP: 'চাকরি ছেড়ে দিন, তৃণমূলের অফিসে গিয়ে বসুন', বিডিও-কে আঙুল উঁচিয়ে হুমকি বিজেপি বিধায়কের

Last Updated:

ঘটনার ভিডিও সামনে আসার পরেও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি বিধায়ক৷

বিডিও-র সামনে উত্তেজিত ভঙ্গিতে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা৷
বিডিও-র সামনে উত্তেজিত ভঙ্গিতে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা৷
#প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: আবাস যোজনার তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হচ্ছে বিজেপি কর্মী, সমর্থকদের নাম৷ এই অভিযোগ তুলে বিডিও-কে রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে৷ বিধায়কের হম্বিতম্বির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ বিধায়ক আচরণের সমালোচনা করেছেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও অঞ্জন দত্ত৷
এ দিন বাঁকুড়ার ১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি৷ নেতৃত্বে ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বিডিও অঞ্জন দত্তের সামনে রীতিমতো আঙুল উঁচিয়ে বিজেপি বিধায়ক বলছেন, 'পঞ্চায়েত থেকে নামের তালিকা তৈরি করে পাঠানোর পরেও বিজেপি লোকেদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ তৃণমূলের লোকেদের কথা মতো আপনি কাজ করছেন৷ আর আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছেন৷ এসব তো শুনব না৷ কে কত বড় মস্তান? প্রকৃত গরিব মানুষ যেন ঘর পায়৷ আমি মানুষকে পরিষেবা দিতে পারছি না। আপনার কাছেও পরিষেবা পাচ্ছি না।'
advertisement
advertisement
এখানেই থামেননি বিজেপি বিধায়ক৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বিডিও-র উদ্দেশে বলেন, 'তৃণমূল নেতারা আপনার অফিসে ঢুকছে, ফোনে কথা বলছেন। আপনি না পারলে চাকরি ছেড়ে দিন৷ তৃণমূলের অফিসে গিয়ে বসুন৷'
advertisement
ঘটনার ভিডিও সামনে আসার পরেও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি বিধায়ক৷ তিনি বলেন, 'এই বিডিও অফিসে তৃণমূল নেতাদের আসা যাওয়া আছে। বিজেপি কর্মীদের বেছে বেছে বঞ্চিত করা হচ্ছে।এটা হুমকি নয়, যদি হুমকি বলে মনে করেন তাহলে এটা হুমকি।' স্থানীয় তৃণমূল নেতাদের কটাক্ষ, এটাই বিজেপি-র সংস্কৃতি৷
যে সরকারি আধিকারিককে বিজেপি বিধায়ক হুমকি দেন, বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও অঞ্জন দত্ত বলেন, 'আমরা প্রত্যেকের থেকেই শালীনতা আশা করি৷ ডেপুটেশন দিতে এসে কেউ কোনওদিন এরকম আচরণ করেননি৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: 'চাকরি ছেড়ে দিন, তৃণমূলের অফিসে গিয়ে বসুন', বিডিও-কে আঙুল উঁচিয়ে হুমকি বিজেপি বিধায়কের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement