কাঁথি, তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থী কে? বড় চমক দিতে পারে তৃণমূলও

Last Updated:

অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷

শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী৷
শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী৷
কাঁথি: বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য রাজনীতির নজরে ছিল নন্দীগ্রাম৷ আগামী লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র কাঁথি এবং তমলুকে রীতিমতো সম্মানের লড়াই৷ কারণ দীর্ঘ দু দশক পর এই দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কোনও সদস্যের নাম থাকছে না৷
তবে তৃণমূলের প্রার্থী তালিকায় না থাকলেও বিজেপির প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরের অন্তত একটি আসনে অধিকারী পরিবারের সদস্যের নাম থাকা অনেকটাই নিশ্চিত৷ আর এই দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী৷ সূত্রের খবর, সম্ভবত কাঁথি কেন্দ্র থেকেই সৌমেন্দুকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে৷ সৌমেন্দু নিজে অবশ্য বলেন, ‘এসব অবান্তর কথা৷ আমাদের লক্ষ্য মোদিজিকে তৃতীয় বার প্রধানমন্ত্রী করা আর ৩৭০ আসনে জয়৷ এর বাইরে আমরা আর কিছু নিয়ে ভাবছি না৷ ‘
advertisement
advertisement
এই মুহূর্তে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী৷ আর তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ শিশির বাবু ২০০৪ সাল থেকে কাঁথি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন৷ ২০০৯ সালে কাঁথি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷ এর পর টানা তিন বার কাঁথি থেকে জয়ী হন শিশির অধিকারী৷ কিন্তু বয়স এবং শারীরিক কারণেই এবার আর প্রার্থী হতে চান না তিনি৷
advertisement
অন্যদিকে ২০০৯ সালে তমলুক থেকে তৃণূমূলের টিকিটে জিতে সাংসদ হন শুভেন্দু৷ ২০১৬ সালে তিনি বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হলে তমলুকের উপনির্বাচনে জিতে সাংসদ হন দিব্যেন্দু অধিকারী৷ তবে দিব্যেন্দুকেও বিজেপি প্রার্থী করছে না বলেই খবর৷ বরং কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য সৌমেন্দু অধিকারীর নাম ভাবা হয়েছে বিজেপির পক্ষ থেকে৷
যদিও এ বিষয়ে অধিকারী পরিবার অথবা বিজেপি নেতারা কেউই আগ বাড়িয়ে মন্তব্য করতে চাননি৷ শিশির অধিকারী শুধু বলেন, বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তাঁদের নেতারা বলতে পারবেন৷ তবে কাঁথি, তমলুকে শুভেন্দু অধিকারীই শেষ কথা৷ তিনি যেদিকে যাবেন, মানুষের সমর্থন থাকবে৷ আমাদের পরিবারের সমর্থনও সেদিকেই থাকবে৷
advertisement
অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷ প্রার্থী হিসেবে উঠে আসছে টলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর নামও৷ যাঁরা তৃণমূলের সমস্ত শহিদের রক্ত, কর্মীদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার অপব্যবহার করে সব সুবিধা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথাব্যথা নেই৷ জেলার মানুষ ওঁদের বিশ্বাসঘাতক হিসেবে চেনেন৷ এই দুই আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং তাঁরা জিতে আসবেন৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথি, তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থী কে? বড় চমক দিতে পারে তৃণমূলও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement