Drama Festival 2026: শীতের সন্ধ্যায় নাট্যপ্রেমীদের জ্যাকপট! দুবরাজপুরে নাটকের মহাযজ্ঞ! সম্পূর্ণ বিনামূল্যে রঙ্গমঞ্চ উপভোগ
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum Drama Festival 2026: ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিজয়িনী নাট্য সমারোহ ২০২৬। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। মোট ১৩টি নাটক মঞ্চস্থ হবে দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে। এই নাট্যোৎসবে কোনও প্রবেশমূল্য নেই।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: দুবরাজপুরে মহিলা পরিচালিত সেঁজুতি নাট্যগোষ্ঠীর উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে বিজয়িনী নাট্য সমারোহ ২০২৬। এ বছর এই নাট্যোৎসব পঞ্চম বর্ষে পা রাখল। ৩ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি, বুধবার পর্যন্ত মোট ১৩টি নাটক মঞ্চস্থ হবে দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে। শীতের সন্ধ্যায় নাট্যপ্রেমী মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে নাট্যমঞ্চ। উল্লেখযোগ্য বিষয় হল, এই নাট্যোৎসবে কোনও প্রবেশমূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ নাটক উপভোগ করতে পারবেন।
সেঁজুতি নাট্যগোষ্ঠীর কর্ণধার সুমনা চক্রবর্তী জানান, বিজয়িনী নাট্য সমারোহের মূল উদ্দেশ বর্তমান প্রজন্ম, বিশেষ করে মোবাইলমুখী তরুণ-তরুণীদের নাটকের প্রতি আগ্রহী করে তোলা। পাঁচ বছর ধরে নিরলসভাবে এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে নাট্যচর্চাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। জানুয়ারি মাসের ৩ থেকে ৭ তারিখ টানা পাঁচ দিন ধরে চলবে এই নাট্যোৎসব।
advertisement
আরও পড়ুনঃ কাগজের টুকরো জুড়ে আধুনিক পোশাক! স্কুলের ফ্যাশন শোয়ে নবম শ্রেণির ছাত্রীর ‘জলবা’, না দেখলে বিশ্বাস হবে না
এ বছর এই সমারোহে বীরভূমের পাশাপাশি বর্ধমান, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা-বিভিন্ন জেলা থেকে নাট্যদল অংশ নিয়েছে। নানা স্বাদের, নানা ভাবনার নাটক দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। প্রতি বছরের মতো এ বছরও বিজয়িনী নাট্য সমারোহে দেওয়া হয়েছে জীবনকৃতি সম্মাননা। বীরভূমের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, কবি, নাট্যকার ও অভিনেতা-মঞ্চ, সিনেমা ও দূরদর্শনের সুপরিচিত মুখ অতনু বর্মনকে এ বছর জীবনকৃতি সম্মাননায় ভূষিত করা হয়েছে। ‘মিরাক্কেল টু চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত এই শিল্পীকে সম্মান জানিয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকেন উপস্থিত দর্শকরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুমনা চক্রবর্তীর কথায়, নাটক শুধু বিনোদন নয়, সমাজকে সচেতন করার এক শক্তিশালী মাধ্যম। রামকৃষ্ণদেবের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, “একমাত্র নাটকেই লোকশিক্ষা হয়।” সামাজিক, রাজনৈতিক কিংবা মানবিক সব ধরনের বার্তা নাটকের মাধ্যমে সহজ ও সাবলীলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই নাট্যোৎসবের অন্যতম উদ্দেশ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 05, 2026 4:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drama Festival 2026: শীতের সন্ধ্যায় নাট্যপ্রেমীদের জ্যাকপট! দুবরাজপুরে নাটকের মহাযজ্ঞ! সম্পূর্ণ বিনামূল্যে রঙ্গমঞ্চ উপভোগ









