West Bengal News: মহিলার লিভারে এ কী জিনিস! প্রাণ ফিরিয়ে দিলেন বীরভূমের চিকিৎসক
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: ডাক্তারি পরিভাষায় এই রোগের পুরো নাম হলো ' লিভার হেমানজিওমা ' । লিভারের রক্তনালিতে হয় এই টিউমার।
#বীরভূম: বীরভূমের সিউড়িতে আবারও সাফল্য অস্ত্রোপচারে । তবে এই অস্ত্রোপচার হয় লিভারে । লিভারের রক্তনালীতে হয় ১২ সেমির টিউমার । আর সেই টিউমারই সফলভাবে অস্ত্রোপচার করেন চিকিৎসক অভিদেপ দে। সিউড়ির মডার্ন নার্সিং হোমে হয় এই অপারেশন। ঝাড়খণ্ডের কাঠিকন্ড এলাকার বাসিন্দা এক মহিলার শরীরে বেশ কয়েক দিন ধরেই বাসা বেঁধে ছিলো লিভারে টিউমার । যা দীর্ঘদিন ধরেই দারুন সমস্যায় ফেলেছিল ওই মহিলাকে। তবে ডাক্তারি পরিভাষায় এই রোগের পুরো নাম হলো ' লিভার হেমানজিওমা ' । লিভারের রক্তনালিতে হয় এই টিউমার।
কিন্তু এই টিউমার সাধারণ টিউমারের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছিল। প্রায় ১২ সেমি বড় আকার নিয়েছিল লিভারের রক্ত নালিতে থাকা টিউমারটি । ঝাড়খণ্ডের কাঠিকন্ড গ্রামের ওই রুগীর বয়স ৪১ বছর । এই রোগের চিকিৎসা করতে এগিয়ে এসেছিলেন যে ডাক্তাররা, তাঁরা জানিয়েছিলেন এই টিউমারে সামান্য আঘাতে হতে পারে রক্তক্ষরণ । আর সেই থেকে ঘটতে পারে রোগীর মৃত্যুও ।
advertisement
advertisement
এমনকি বেশিদিন ধরে এই টিউমার লিভারের মধ্যে থাকলে তা পরিণত হতে পারে ক্যান্সারেও । তাই অস্ত্রোপচারের সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা । অবশেষে সিউড়ির মর্ডান নার্সিং হোমে অস্ত্রোপচার হয় সফলভাবে । অস্ত্রোপচার করেন সার্জেন ডাক্তার অভিদেপ দে ও অ্যানাসথেটিস্ট ডাক্তার ধীমান নিয়োগী । ডাঃ অভিদেপ দে জানান , " ওই রোগীর বাড়ি ঝাড়খণ্ডের কাঠিকন্ড এলাকায় । ওনার লিভারের রক্তনালীতে টিউমার ছিলো । যা প্রায় ১২ সেমি বড়ো । তবে টিউমারে কোনো কারণবশত রক্তক্ষরণ শুরু হলে তাতে রোগীর মৃত্যুও ঘটতে পারে এমনকি বেশিদিন এই টিউমার লিভারে থাকলে তা ক্যান্সারেও পরিণত হতে পারে । তাই সিদ্ধান্তনি অস্ত্রোপচারের । অবশেষে সিউড়ির মর্ডার নার্সিং হোমে সফলভাবে হয় অস্ত্রোপচার । কেটে বাদ দেওয়া হয় টিউমারের অংশটি । বর্তমানে রোগী সুস্থ । কিছুদিন নজরে রেখে নার্সিং হোম থেকে ছাড়া হবে তাকে । "
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2022 2:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মহিলার লিভারে এ কী জিনিস! প্রাণ ফিরিয়ে দিলেন বীরভূমের চিকিৎসক