অনিয়মই হয়ে উঠছে নিয়ম! জীবনের তোয়াক্কা না করেই ঝুঁকির পারাপার জাতীয় সড়কে! মরণ খেলায় মেতেছেন বাইক চালকরা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
জেনে বুঝেই ভুল করছে বাইক আরোহীরা, বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কা
হাওড়া, রাকেশ মাইতি: নিজেদের জীবন ঝুঁকি বাড়াচ্ছে বাইক আরোহীরা, জীবনের তোয়াক্কা না করে অনিয়মে জাতীয় সড়কে উঠছে বহু বাইক আরোহী। এরফলে সমস্যায় পড়ছেন জাতীয় সড়কের চালকরা, নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। অন্যদিকে, বিপদের আশঙ্কা আরও কয়েকগুণ বেড়েছে ১৬ নং জাতীয় সড়কের বিভিন্ন স্থানে। জেলার সর্বাধিক বিপজ্জনক ধুলাগড়-আলমপুর জাতীয় সড়কের মধ্যবর্তী স্থান। আর এখানেই ব্যারিকেড টপকে সার্ভিস রোড থেকে জাতীয় সড়কে প্রবেশ করছে বাইক।
হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়ক ‘মুম্বই রোড’ নামেও পরিচিত। এই সড়ক হয়ে মুম্বই শহরে পৌঁছানো যায়, একদিকে মুম্বই , চেন্নাই অন্যদিকে দিল্লি, কলকাতা শহরে পৌঁছান যায় এই রাস্তা ব্যবহার করে। ফলে এই রাস্তা সবসময়ই প্রচণ্ড ব্যস্ত থাকে। ক্রমেই এই সড়কে বাড়ছে যানবাহনের চাপ। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি কম দূরত্বের জেলার বিভিন্ন যানবাহনও জাতীয় সড়ক ব্যবহার করে। ফলে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। মাঝেমধ্যেই নানা কারণে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার অভিযোগে তির পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষের দিকেই তাক করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: জামাইকে গ্রেফতার করেছে ইডি, রঘুনাথগঞ্জের জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও চলেছে তল্লাশি
কিন্তু জাতীয় সড়কে যে ছবি উঠে আসছে, তাতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ কিন্তু, অন্য কথা বলছে, দেখা যাচ্ছে সার্ভিস রোড থেকে ব্যারিকেড ভাঙা অংশ দিয়ে কোনরকমে চার ফুট ডিভাইডার পার করলেই জাতীয় সড়ক পৌঁছান যাচ্ছে। একটু অসাবধান হলেই জাতীয় সড়কের চলন্ত গাড়ি’র সামনে পড়তে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: চাষ গেল, সংসার চালাবেন কীভাবে? কৃষকের সঙ্গে চাপ মধ্যবিত্তের
সাইকেল বাইক আরোহী সার্ভিস রোড ফাঁকি দেওয়ার জন্যই অবৈধভাবে জাতীয় সড়কে উঠছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, এমনটাই জানাচ্ছেন অবৈধভাবে পারাপারকারি মানুষ।
এ প্রসঙ্গে বড় বাহন চালকেরা জানাচ্ছেন, এই প্রবণতা বহু স্থানেই দেখা যাচ্ছে। নিজেদের ইচ্ছামতো যে কোন জায়গা থেকে জাতীয় সড়কে উঠে পড়ছে ছোট ছোট গাড়ি। তাতেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে, সেই সঙ্গে অন্যান্য মানুষের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনিয়মই হয়ে উঠছে নিয়ম! জীবনের তোয়াক্কা না করেই ঝুঁকির পারাপার জাতীয় সড়কে! মরণ খেলায় মেতেছেন বাইক চালকরা