ভারী বৃষ্টিতে কৃষকের সঙ্গে কপাল পুড়ছে মধ্যবিত্তের! চাষ জলে গেল, পুজোয় সবজির দামে 'আগুন' লাগবে?
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
লাগাতার আবহাওয়ার প্রতিকূলতায় কার্যত দিশেহারা অবস্থা হয়েছে কৃষককূলের।
আরামবাগ, হুগলী, শুভদীপ ঘোষ: লাগাতার বৃষ্টি ও বারবার প্লাবন পরিস্থিতির জেরে আরামবাগ মহকুমা জুড়ে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। ধানের বীজতলা থেকে সদ্য রোপণ করা ধান নষ্ট হয়েছে বহু জমিতে। এখনও নিচু এলাকাগুলিতে চাষের জমি থেকে পুরোপুরি জল নামেনি। যেমন খানাকুলের মাড়োখানা, জগৎপুর, নন্দনপুর, বনহিজলি এলাকার কিছু অংশ এখনও জলমগ্ন।
ফলে নতুন করে আর চাষও করতে পারেন নি চাষিরা। অনেক জায়গায় নতুন করে বীজতলা তৈরি করে পুনরায় চাষ করতে হয়েছে। ফলে ধান চাষে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে আবারও নিম্নচাপের ভ্রুকুটিতে মাথায় হাত পড়েছে অধিকাংশ চাষির। কারণ এরপর ভারী বৃষ্টি হলে ফসল আর বাঁচানো যাবে না বলেই চাষিদের আশঙ্কা।
আরও পড়ুন : সিনেমার মত কাহিনি! হোম থেকে পালিয়ে সাইকেল চুরি, শেষমেশ পুলিশের জালে তিন নাবালক
অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন। সেই ঋণ শোধ করা তো দূরের কথা, সারাবছর কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে প্রভাব পড়েছে সবজি চাষেও। চাষিরা বলছেন, সবজি গাছ হলুদ হয়ে গিয়েছে। ফলে সবজির ফলনও মার খাচ্ছে। লাগাতার আবহাওয়ার প্রতিকূলতায় কার্যত দিশেহারা অবস্থা হয়েছে কৃষককূলের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন অবস্থায় শুধুমাত্র চাষিদের নয়, সাধারণ মানুষকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এইভাবে বিভিন্ন জায়গায় সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে পুজোর সময় ব্যাপকভাবে সবজির দাম বাড়তে পারে। যার ফল ভোগ করতে সবাইকে। একদিকে কৃষকদের আর্থিক অবস্থার অবনতি হবে, অন্যদিকে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 5:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারী বৃষ্টিতে কৃষকের সঙ্গে কপাল পুড়ছে মধ্যবিত্তের! চাষ জলে গেল, পুজোয় সবজির দামে 'আগুন' লাগবে?