ED Raid: জামাইকে গ্রেফতার করেছে ইডি, রঘুনাথগঞ্জের জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও চলেছে তল্লাশি, নয়া কী নথি পেল তদন্তকারীরা? বিস্ফোরক দাবি
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
ED Raid: ইডির হানার পর বাড়ি থেকে কাউকেই সেইমতো বের হতে দেখা গেল না বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে। তবে বেলা একটু গড়াতেই জীবনকৃষ্ণ সাহার বড় শ্যালক গৌড় সাহাকে বিড়ি তোলার কাজে বাইরে বেরোতে দেখেন প্রতিবেশীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*নতুন পিয়ারাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির এক ছাত্রের মা সান্তনা দাস জানান, আমরা এই এলাকায় দীর্ঘদিন থেকেই এই পরিবারটির প্রতিবেশী হিসেবে বসবাস করছি। কোনওদিন এই পরিবারের কোনওরকম খারাপ আচার-আচরণ ব্যবহার পাইনি। স্থানীয় কোন পরিবারের সঙ্গে এই পরিবারের কোন অশান্তিও ছিল না। আমার ছেলের স্কুল শিক্ষক নিতাই সাহা, শিক্ষক হিসেবে যথেষ্টই ভাল।









