ED Raid: জামাইকে গ্রেফতার করেছে ইডি, রঘুনাথগঞ্জের জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও চলেছে তল্লাশি, নয়া কী নথি পেল তদন্তকারীরা? বিস্ফোরক দাবি

Last Updated:
ED Raid: ইডির হানার পর বাড়ি থেকে কাউকেই সেইমতো বের হতে দেখা গেল না বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে। তবে বেলা একটু গড়াতেই জীবনকৃষ্ণ সাহার বড় শ্যালক গৌড় সাহাকে বিড়ি তোলার কাজে বাইরে বেরোতে দেখেন প্রতিবেশীরা।
1/7
*রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: ইডি হানার পর কেটে গিয়েছে একদিন। ইতিমধ্যেই ইডির হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার পাশাপাশি রঘুনাথগঞ্জেও হানা দেয় ইডি। উদ্ধার হয় একাধিক নথিপত্র। যদিও জীবনের শ্বশুরবাড়ি যেন থমথমে পরিবেশ।
*রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: ইডি হানার পর কেটে গিয়েছে একদিন। ইতিমধ্যেই ইডির হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার পাশাপাশি রঘুনাথগঞ্জেও হানা দেয় ইডি। উদ্ধার হয় একাধিক নথিপত্র। যদিও জীবনের শ্বশুরবাড়ি যেন থমথমে পরিবেশ।
advertisement
2/7
*জানা গিয়েছে, ইডির হানার পর বাড়ি থেকে কাউকেই সেইমতো বের হতে দেখা গেল না বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে। তবে বেলা একটু গড়াতেই জীবনকৃষ্ণ সাহার বড় শ্যালক গৌড় সাহাকে বিড়ি তোলার কাজে বাইরে বেরোতে দেখেন প্রতিবেশীরা।
*জানা গিয়েছে, ইডির হানার পর বাড়ি থেকে কাউকেই সেইমতো বের হতে দেখা গেল না বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে। তবে বেলা একটু গড়াতেই জীবনকৃষ্ণ সাহার বড় শ্যালক গৌড় সাহাকে বিড়ি তোলার কাজে বাইরে বেরোতে দেখেন প্রতিবেশীরা।
advertisement
3/7
*তাছাড়া ইডি বেরিয়ে যাওয়ার পরে বাড়ি থেকে সেভাবে কাউকে বেরিয়ে আসতে দেখা যায়নি এবং প্রতিবেশীদের সঙ্গেও এই বিষয়ে কোনও কথাবার্তা হয়নি প্রতিবেশীদের।
*তাছাড়া ইডি বেরিয়ে যাওয়ার পরে বাড়ি থেকে সেভাবে কাউকে বেরিয়ে আসতে দেখা যায়নি এবং প্রতিবেশীদের সঙ্গেও এই বিষয়ে কোনও কথাবার্তা হয়নি প্রতিবেশীদের।
advertisement
4/7
*স্থানীয় এক প্রতিবেশী জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল যখন সিবিআই হানা দিয়েছিল বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শ্বশুরবাড়িতে, সেই সময়ও সিবিআইয়ের হানা প্রসঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কোনও আলোচনা করেননি সেন্টু সাহার পরিবার। তবে তারপর থেকে সাধারণ মানুষের সঙ্গে ওঠাবসা আরও বেশি বেড়ে গিয়েছিল।
*স্থানীয় এক প্রতিবেশী জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল যখন সিবিআই হানা দিয়েছিল বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শ্বশুরবাড়িতে, সেই সময়ও সিবিআইয়ের হানা প্রসঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কোনও আলোচনা করেননি সেন্টু সাহার পরিবার। তবে তারপর থেকে সাধারণ মানুষের সঙ্গে ওঠাবসা আরও বেশি বেড়ে গিয়েছিল।
advertisement
5/7
*এলাকার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোহিত দাস জানান, আজ সকালে গৌড় কাকুকে একবার হাফপ্যান্ট পড়ে রাস্তার দিকে যেতে দেখেছি। পরিবারের দুই কাকুই খুব ভাল মানুষ। বাড়ির প্রত্যেক সদস্যই গ্রামের সবার সঙ্গেই খুব সুন্দর সম্পর্ক রাখেন।
*এলাকার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোহিত দাস জানান, আজ সকালে গৌড় কাকুকে একবার হাফপ্যান্ট পড়ে রাস্তার দিকে যেতে দেখেছি। পরিবারের দুই কাকুই খুব ভাল মানুষ। বাড়ির প্রত্যেক সদস্যই গ্রামের সবার সঙ্গেই খুব সুন্দর সম্পর্ক রাখেন।
advertisement
6/7
*কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কিছু অফিসার এর আগেও একবার দেখেছিলাম আবারও এসেছিলেন। কী কারণে এসেছিলেন সেই বিষয়ে আমরা সংবাদমাধ্যমেই জানতে পারি। এই বিষয়ে গ্রামের কারও সঙ্গে কোনও আলোচনা করতে দেখিনি কাকুদের।
*কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কিছু অফিসার এর আগেও একবার দেখেছিলাম আবারও এসেছিলেন। কী কারণে এসেছিলেন সেই বিষয়ে আমরা সংবাদমাধ্যমেই জানতে পারি। এই বিষয়ে গ্রামের কারও সঙ্গে কোনও আলোচনা করতে দেখিনি কাকুদের।
advertisement
7/7
*নতুন পিয়ারাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির এক ছাত্রের মা সান্তনা দাস জানান, আমরা এই এলাকায় দীর্ঘদিন থেকেই এই পরিবারটির প্রতিবেশী হিসেবে বসবাস করছি। কোনওদিন এই পরিবারের কোনওরকম খারাপ আচার-আচরণ ব্যবহার পাইনি। স্থানীয় কোন পরিবারের সঙ্গে এই পরিবারের কোন অশান্তিও ছিল না। আমার ছেলের স্কুল শিক্ষক নিতাই সাহা, শিক্ষক হিসেবে যথেষ্টই ভাল।
*নতুন পিয়ারাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির এক ছাত্রের মা সান্তনা দাস জানান, আমরা এই এলাকায় দীর্ঘদিন থেকেই এই পরিবারটির প্রতিবেশী হিসেবে বসবাস করছি। কোনওদিন এই পরিবারের কোনওরকম খারাপ আচার-আচরণ ব্যবহার পাইনি। স্থানীয় কোন পরিবারের সঙ্গে এই পরিবারের কোন অশান্তিও ছিল না। আমার ছেলের স্কুল শিক্ষক নিতাই সাহা, শিক্ষক হিসেবে যথেষ্টই ভাল।
advertisement
advertisement
advertisement