Bhangar Clash: রণক্ষেত্র ভাঙড়ে পোড়ো বাড়িতে ওগুলো কী! সর্বনাশ! থানার সামনেই হাড়হিম দৃশ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bhangar Clash: মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হতেই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রানিনগরে।
ভাঙড়: উত্তপ্ত ভাঙড়ে উদ্ধার সাত ব্যাগ বোমা। বোমা ভর্তি ব্যাগ রাখা রয়েছে ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পোড়ো বাড়ির মধ্যে। এখানে মোট ৭ খানা ব্যাগ রয়েছে যার মধ্যে বোমা রয়েছে বলে দাবি স্থানীয়দের। ব্যাগের মধ্যে কাঠের গুঁড়োর মধ্যে লুকানো রয়েছে বোমা। আর এই বোমাগুলো বৃহস্পতিবার এখানে মজুত করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের।
যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমার ব্যাগগুলি পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করেছেন। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে।
এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হতেই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রানিনগরে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়া সমেসপাড়া এলাকায় তল্লাশি চালাই রানিনগর থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে রানিনগর থানার পুলিশ।
advertisement
advertisement
কোনও রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হতেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ফিরে চাঞ্চল্য এলাকায়। কে বা কারা কি কারনে বোমা মজুদ করে রেখেছে ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
advertisement
এদিকে, চোপড়ার ঘটনায় ১৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর পুলিশের অভিযান চলেছে। এলাকায় দোকানপাট সমস্ত কিছু খোলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 10:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangar Clash: রণক্ষেত্র ভাঙড়ে পোড়ো বাড়িতে ওগুলো কী! সর্বনাশ! থানার সামনেই হাড়হিম দৃশ্য