Betel Leaf: পান খেতে ভালবাসেন? আপনার জন্য সুখবর! ৫০টির বদলে গুছিতে বিক্রি হবে ৭০ টি পান পাতা, প্রভাব পড়বে দামে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এবার পান পাতার গুছিতে ৫০ টির বদলে বিক্রি হবে ৭০ টি করে পানপাতা। পানপাতা কেনাবেচা নিয়ে অভিযোগ ছিল সবসময়। এর দাম হবে ১২০ থেকে ১৩০ টাকা।
দক্ষিণ ২৪ পরগনা: পান খেতে ভালবাসেন? আপনার জন্য সুখবর! এবার পান পাতার গুছিতে ৫০টির বদলে বিক্রি হবে ৭০টি করে পানপাতা। পানপাতা কেনাবেচা নিয়ে অভিযোগ ছিল সবসময়। এর দাম হবে ১২০ থেকে ১৩০ টাকা। আগেও একাধিকবার এই পান পাতা বিক্রি নিয়ে সমাধানসূত্র খোঁজার চেষ্টা করেছিল প্রশাসন। সম্প্রতি রাজ্যের কৃষি বিপণন দফতর আরও একবার সমাধান সূত্র বের করার চেষ্টা করে।
এ নিয়ে আড়তদারদের একটা বড় অংশের দাবি, সরকার দাম বেঁধে দেওয়ায়, ব্যবসার ক্ষতি হবে এবং অবশ্যই দাম বাড়ার একটা আশঙ্কাও থাকছে।যদিও পানপাতার দাম নির্ধারণ ইচ্ছে মত করা হয় বলে অভিযোগ অনেকের। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে গুছিতে ৫০টি পান পাতার পরিবর্তে ৭০ টি করে পান পাতা দিতেই হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- লাল টুকটুকে রসালো এই ফল ভিটামিনে ঠাসা! ওজন কমাতেও ওস্তাদ! কিন্তু সবার জন্য নয়, কারা খাবেন না বেদানা?
বর্তমানে এক গুছিতে ৫০টি বাংলা পান পাতা দেওয়ার চল থাকলেও অনেক সময় চাষিরা ৮০-১০০টি পান পাতা দেন। সেই গুছির দাম ২৩০-২৪০ টাকা। সরকারের সিদ্ধান্ত মেনে এক গুছিতে গুনে গুনে ৭০টি পান পাতা থাকলে তার দাম হবে ১২০-১৩০ টাকা। একাধিকবার এই পান পাতার দাম নিয়ে আগেও বৈঠক করা হয়েছিল। এবার দেখা যাক এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 7:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Betel Leaf: পান খেতে ভালবাসেন? আপনার জন্য সুখবর! ৫০টির বদলে গুছিতে বিক্রি হবে ৭০ টি পান পাতা, প্রভাব পড়বে দামে!