Alipore Zoo: দেড়শ বছরের ইতিহাসে প্রথমবার! আলিপুর চিড়িয়াখানায় তৈরি হচ্ছে জীবজন্তু নয়, মানুষের খাঁচা! দেখুন

Last Updated:
দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম! এবার শীতে উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়। তৈরি হচ্ছে ওয়াক ইন ওয়ে। মানুষের জন্য খাঁচা! আলিপুর চিড়িয়াখানায় এবার দর্শকেরা ঢুকে যাবেন খাঁচায়! কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না।
1/7
দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম! শীতে উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়। তৈরি হচ্ছে ওয়াক ইন ওয়ে। মানুষের জন্য খাঁচা! আলিপুর চিড়িয়াখানায় এবার দর্শকেরা ঢুকে যাবেন খাঁচায়! কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না।
দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম! এবার শীতে উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়। তৈরি হচ্ছে ওয়াক ইন ওয়ে। মানুষের জন্য খাঁচা! আলিপুর চিড়িয়াখানায় এবার দর্শকেরা ঢুকে যাবেন খাঁচায়! কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না।
advertisement
2/7
চিড়িয়াখানায় গেলে একবার খাঁচায় তো ঢুকবেনই দর্শকেরা। এতদিন যাদের খাঁচায় বন্দি দেখেছেন; সেই পাখিরা মুক্ত। আর বিশেষ ভাবে তৈরি গ্লাস এনক্লোজারে ঢুকে পড়বেন দর্শকেরা। যেন খাঁচায় মানুষ আর মুক্ত পাখিরা।
চিড়িয়াখানায় গেলে একবার খাঁচায় তো ঢুকবেনই দর্শকেরা। এতদিন যাদের খাঁচায় বন্দি দেখেছেন; সেই পাখিরা মুক্ত। আর বিশেষ ভাবে তৈরি গ্লাস এনক্লোজারে ঢুকে পড়বেন দর্শকেরা। যেন খাঁচায় মানুষ আর মুক্ত পাখিরা।
advertisement
3/7
সোমবার, ২৫ নভেম্বর শীতের মরশুমে শুরু হচ্ছে বার্ডস উইংসে ওয়াক ইন ওয়ে। ৬০ মিটার লম্বা এবং প্রায় ৪ মিটার উঁচু কাচের তৈরি খাঁচা। খাচায় হেঁটে যেতে মুক্ত বিহঙ্গদের দেখবেন আশেপাশে।
সোমবার, ২৫ নভেম্বর শীতের মরশুমে শুরু হচ্ছে বার্ডস উইংসে ওয়াক ইন ওয়ে। ৬০ মিটার লম্বা এবং প্রায় ৪ মিটার উঁচু কাচের তৈরি খাঁচা। খাচায় হেঁটে যেতে মুক্ত বিহঙ্গদের দেখবেন আশেপাশে।
advertisement
4/7
দেশ-বিদেশের ১৪ টি প্রজাতির পাখি থাকবে এই এনক্লোজারে। প্রায় দেড়শটি পাখি রাখা হয়েছে। খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। তাই এই কাঁচের খাঁচা থেকে খুশি অনেকেই।
দেশ-বিদেশের ১৪ টি প্রজাতির পাখি থাকবে এই এনক্লোজারে। প্রায় দেড়শটি পাখি রাখা হয়েছে। খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। তাই এই কাঁচের খাঁচা থেকে খুশি অনেকেই।
advertisement
5/7
পাখিদের জন্য হলেও এখনই বাঘ সিংহ বা অন্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে এরকম গ্লাসওয়াক করার চিন্তাভাবনা আপাতত নেই। এই ওয়াক ইন এনক্লোজারের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অন স্পট অনলাইন টিকিটের উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
পাখিদের জন্য হলেও এখনই বাঘ সিংহ বা অন্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে এরকম গ্লাসওয়াক করার চিন্তাভাবনা আপাতত নেই। এই ওয়াক ইন এনক্লোজারের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অন স্পট অনলাইন টিকিটের উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
advertisement
6/7
চিড়িয়াখানায় এই উলোট পুরানে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে। নানা প্রজাতির পাখির খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও।
চিড়িয়াখানায় এই উলোট পুরানে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে। নানা প্রজাতির পাখির খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও।
advertisement
7/7
আলিপুর চিড়িয়াখানাতে এবার বাঘ সিংহ বা শিম্পাঞ্জি বাবুর সঙ্গে এই মানুষের জন্য কাঁচের খাঁচাও অন্যতম আকর্ষণ হতে চলেছে।
আলিপুর চিড়িয়াখানাতে এবার বাঘ সিংহ বা শিম্পাঞ্জি বাবুর সঙ্গে এই মানুষের জন্য কাঁচের খাঁচাও অন্যতম আকর্ষণ হতে চলেছে।
advertisement
advertisement
advertisement