Jhargram Trip: গভীর শালের জঙ্গলে রাত্রিযাপন, বড়দিনে ডেস্টিনেশন হোক লোধাশুলির এই রিসর্ট

Last Updated:

Jhargram Trip: গভীর শাল জঙ্গলের মধ্যে পর্যটকদের রাত্রিযাপনের জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আয়তায় রয়েছে লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র। যেখানে পর্যটকরা গভীর শাল জঙ্গলের মধ্যে থাকার অনুভূতি পাবে।

+
News18

News18

ঝাড়গ্রাম: শীতের আমেজ গায়ে মেখে সবুজ শাল জঙ্গলের মধ্যে রাত্রিযাপনের সুযোগ এবার পর্যটকদের হাতের মুঠোয়। সকালের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরও সময়টাই পর্যটকরা কাটাতে পারবে সবুজ শাল-জঙ্গলের মনোরম পরিবেশের বিলাসবহুল অতিথিশালায়। পর্যটকদের জন্য এই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে এই ডেস্টিনেশন। কলকাতা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে রয়েছে ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে ব্যক্তিগত গাড়িতে হলে খড়গপুর পেরিয়ে জাতীয় সড়ক ধরে সোজা চলে আসতে হবে লোধাশুলিতে। লোধাশুলির মোড় থেকে বাঁ দিকে রগড়া যাওয়ার রাস্তা ধরলেই চোখে পড়বে বনদফতরের লোধাশুলি রেঞ্জ অফিস। লোধাশুলি রেঞ্জ অফিসের গভীর শাল জঙ্গলের মধ্যেই রয়েছে পর্যটকদের জন্য অতিথিশালাটি।
advertisement
আরও পড়ুনঃ চায়ে তুলসী পাতা মিশিয়ে পরপর ৭ দিন পান করুন, কী ঘটবে আপনার শরীরে? জানুন
ট্রেনে করে আসতে হলে হাওড়া স্টেশন থেকে সোজা চলে আসতে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে লোধাশুলিগামী বাস ধরে সোজা চলে পৌঁছে যাওয়া যাবে লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে।গভীর শাল জঙ্গলে রাত্রিযাপনের যেমন একটা অনুভূতি রয়েছে তার পাশাপাশি ঘরের দরজা খুলে ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যাবে গভীর শাল জঙ্গল। লোধাশুলি প্রকৃতির পর্যটন কেন্দ্রে পর্যটকদের থাকার জন্য মোট ছ’টি ঘর রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডিনারের পরে শারীরিক মিলন আদৌ ঠিক? কোন সময় সঙ্গমে সর্বাধিক সুখ! চমকে দেবে বিশেষজ্ঞের মত
এখানে বুকিং কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকেই করা যায়। তাদের ওয়েবসাইটটি হল www.wbfdc.net । বেড়াতে গিয়ে যে সমস্ত পর্যটকেরা জঙ্গলমহলের সবুজ শাল জঙ্গলের ঘ্যান নিতে চাইছেন তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের লোধাশুলি প্রকৃতি পর্যটনকেন্দ্র ।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Trip: গভীর শালের জঙ্গলে রাত্রিযাপন, বড়দিনে ডেস্টিনেশন হোক লোধাশুলির এই রিসর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement