Tulsi Tea: চায়ে তুলসী পাতা মিশিয়ে পরপর ৭ দিন পান করুন, কী ঘটবে আপনার শরীরে? জানুন

Last Updated:
Tulsi Tea: তুলসী পাতার ফ্লেভার যুক্ত তুলসী চায়ের কথা। এটা সাধারণ চায়ের তুলনায় একেবারেই আলাদা। শীতের সময় এই চা চায়ের নেশা কাটানোর পাশাপাশি শরীরের জন্য ওষুধের মতো কাজ করে। চায়ের নাম 'তুলসী চা'।
1/6
*চায়ের নেশায় আসক্ত বাঙালি। কথাটা বললে ঠিক ভুল হবে না। দুধ চা, র-চা, সাধারণত সকলেরই জানা রয়েছে। এইগুলি ছাড়াও বিভিন্ন ফ্লেভারের চা এখন পাওয়া যাচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। প্রতিবেদনঃ বুদ্ধদেব বেরা। ফাইল ছবি। 
*চায়ের নেশায় আসক্ত বাঙালি। কথাটা বললে ঠিক ভুল হবে না। দুধ চা, র-চা, সাধারণত সকলেরই জানা রয়েছে। এইগুলি ছাড়াও বিভিন্ন ফ্লেভারের চা এখন পাওয়া যাচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। প্রতিবেদনঃ বুদ্ধদেব বেরা। ফাইল ছবি।
advertisement
2/6
*কিন্তু কখনও কি ভাবা যায় তুলসী পাতার ফ্লেভার যুক্ত তুলসী চায়ের কথা। এটা সাধারণ চায়ের তুলনায় একেবারেই আলাদা। শীতের সময় এই চা চায়ের নেশা কাটানোর পাশাপাশি শরীরের জন্য ওষুধের মতো কাজ করে। চায়ের নাম 'তুলসী চা'। ফাইল ছবি। 
*কিন্তু কখনও কি ভাবা যায় তুলসী পাতার ফ্লেভার যুক্ত তুলসী চায়ের কথা। এটা সাধারণ চায়ের তুলনায় একেবারেই আলাদা। শীতের সময় এই চা চায়ের নেশা কাটানোর পাশাপাশি শরীরের জন্য ওষুধের মতো কাজ করে। চায়ের নাম 'তুলসী চা'। ফাইল ছবি।
advertisement
3/6
*অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বুক চিরে চলে গিয়েছে কলকাতা-মুম্বই ছ-নম্বর জাতীয় সড়ক। বর্তমানে যা খড়গপুর-বিলাসপুর ৪৯ নম্বর জাতীয় সড়ক নাম দেওয়া হয়েছে। এই জাতীয় সড়কের পাশেই লোধাশুলি বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে তুলসী চা বানিয়ে চলেছেন ওই এলাকারি বাসিন্দা সমরেশ খুটিয়া। ফাইল ছবি। 
*অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বুক চিরে চলে গিয়েছে কলকাতা-মুম্বই ছ-নম্বর জাতীয় সড়ক। বর্তমানে যা খড়গপুর-বিলাসপুর ৪৯ নম্বর জাতীয় সড়ক নাম দেওয়া হয়েছে। এই জাতীয় সড়কের পাশেই লোধাশুলি বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে তুলসী চা বানিয়ে চলেছেন ওই এলাকারি বাসিন্দা সমরেশ খুটিয়া। ফাইল ছবি।
advertisement
4/6
*চা বানানোর সসপেনে দুধ, দার্জিলিং গোল্ড চায়ের পাতা, চিনি দিয়ে ভালো করে ফোটানোর পর দেওয়া হয় তুলসী পাতার মিশ্রণ-সহ একটি বিশেষ উপকরণ। ফাইল ছবি। 
*চা বানানোর সসপেনে দুধ, দার্জিলিং গোল্ড চায়ের পাতা, চিনি দিয়ে ভালো করে ফোটানোর পর দেওয়া হয় তুলসী পাতার মিশ্রণ-সহ একটি বিশেষ উপকরণ। ফাইল ছবি।
advertisement
5/6
*তুলসীর ভেষজ গুণসম্পন্ন প্রতিটি জিনিস পাওয়া যায় এই চায়ের মধ্যে। সমরেশের দাবি, তুলসী চা পান করলে কেবলমাত্র চায়ের নেশা মিটবে তা নয়, ঠান্ডা লাগা থেকে শুরু করে গলা খুসখুস, কাশি সব দূর হবে নিমেষের মধ্যে। ফাইল ছবি। 
*তুলসীর ভেষজ গুণসম্পন্ন প্রতিটি জিনিস পাওয়া যায় এই চায়ের মধ্যে। সমরেশের দাবি, তুলসী চা পান করলে কেবলমাত্র চায়ের নেশা মিটবে তা নয়, ঠান্ডা লাগা থেকে শুরু করে গলা খুসখুস, কাশি সব দূর হবে নিমেষের মধ্যে। ফাইল ছবি।
advertisement
6/6
*জাতীয় সড়ক দিয়ে পথ চলতি বহু মানুষ এই চায়ের দোকানে দাঁড়িয়ে তুলসী চা পান করে যায়। এছাড়াও লোধাশুলি বাজার থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বহু মানুষ মাঝেমধ্যে তুলসী চা পানের জন্য হাজির হয় লোধাশুলিতে সমরেশের চায়ের দোকানে। ফাইল ছবি।
*জাতীয় সড়ক দিয়ে পথ চলতি বহু মানুষ এই চায়ের দোকানে দাঁড়িয়ে তুলসী চা পান করে যায়। এছাড়াও লোধাশুলি বাজার থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বহু মানুষ মাঝেমধ্যে তুলসী চা পানের জন্য হাজির হয় লোধাশুলিতে সমরেশের চায়ের দোকানে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement