Bengali News: বসন্তেই ঝড়ে পড়ছে আমের মুকুল? এই উপায়ে সহজে রোধ করুন

Last Updated:

আম চাষ করে ভাল মুনাফা পেতে হলে কৃষক ভাইদের এখন‌ই কী কী করতে হবে তা জানালেন উদ্ভিদ বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জী

+
আমের

আমের মুকুল

উত্তর ২৪ পরগনা: বসন্তেই তীব্র দাবদাহ। এদিকে এমন সময়েই গাছে আমের মুকুল ধরে। কিন্তু এই বছর আবহাওয়ার খামখেয়ালি আচরণে বসন্তেই আমের মুকুল ঝরতে শুরু করেছে। তাহলে করবেনটা কী? একে তো রাজ্যের অন্যতম অর্থকারী ফসল আম। তাই মুকুল এইভাবে ঝরতে থাকলে আম চাষিদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তারপর বহু সাধারণ মানুষও নিজেদের গাছের আম এই গ্রীষ্মকালজুড়ে খেয়ে থাকেন। তাই ভালভাবে আম চাষ করতে হলে এবং গরমের সময় পাকা মিষ্টি আম খেতে হলে আপনাকে কতগুলো বিষয় অবশ্যই মেনে চলতে হবে।
ফেব্রুয়ারী-মার্চ মাসে আমগাছ মুকুলে ভরে থাকে। কিন্তু এবার মার্চেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে। অনেকেই হয়ত ভাবছেন, গাছে প্রচুর মুকুল আসছে, কিন্তু সব ঝরে যাচ্ছে কেন? দেখুন, আম গাছের একটা ডালে অনেকগুলো ফুল থাকে। যদি ঐ একটা ডাল থেকে একটা ফলও হয়, তাহলে একে বাম্পার ফলন বলা হয়। কিন্তু এই বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব হয় না যদি না ঠিকমত মুকুলের পরিচর্যা করা হয়। ফলে মুকুল ঝরে পড়ে গেলে আমের ভাল ভালন পাওয়া সম্ভব হবে না।
advertisement
advertisement
আম চাষ করে ভাল মুনাফা পেতে হলে কৃষক ভাইদের এখন‌ই কী কী করতে হবে তা জানালেন উদ্ভিদ বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জী। পোকার আক্রমণে মার খায় আমের উৎপাদন। এই বিপদ থেকে বাঁচতে মুকুল ধরার সময়‌ই ভাল করে গাছের যত্ন নেওয়া দরকার। এইসময় আম গাছে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। আমের মুকুল আসার সময় থেকেই বিভিন্ন রোগ-পোকার প্রাদুর্ভাব দেখা দেয়। সঠিক সময়ে এর প্রতিকারের ব্যবস্থা না করতে পারলে ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। আমের মুকুল ঝরে পড়ার একটি অন্যতম কারণ হল হপার পোকার আক্রমণ। একটি হপার পোকা প্রায় ১৫০ টি ডিম পাড়তে পারে। এই ডিমগুলো পাঁচ-সাত দিনের মাথায় ফুটে যায় ও আম গাছের পাতা, ফুল, ফলের রস খেয়ে এই পোকাগুলো জীবন ধারণ করে। এর ফলে আমের মুকুল শুকিয়ে ঝরে পড়ে। হপার পোকায় আক্রান্ত মুকুল থেকে আমের গুটি হয় না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিভিন্ন ধরনের ছত্রাক, যেমন পাউডারি, মিলডিউ ওডিয়াম মেংগিফেরা এদের আক্রমণে আমের মুকুল পড়ে যায়। আম গাছকে পোকা দমনের হাত থেকে বাঁচাতে ও আমের মুকুল ঝরা রোধ করতে আম বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ও আগাছা মুক্ত খোলামেলা অবস্থায় রাখতে হবে। আমের মুকুলে পোকা ও ছাত্রানাশক স্প্রে করতে হবে। গরমের শুরুতেই এখন আম গাছে প্রচুর জলের প্রয়োজন হয়। সেইজন্য পর্যাপ্ত পরিমাণে জল দরকার। সেই জলের যোগান যাতে ঠিক থাকে সেদিকে নজর দিতে হবে।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বসন্তেই ঝড়ে পড়ছে আমের মুকুল? এই উপায়ে সহজে রোধ করুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement