পেটের দায়ে কাজে গিয়েছিলেন! ভিনরাজ্যে মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের, ফিরল নিথর দেহ

Last Updated:

চেন্নাইয়ে একটি বেসরকারি প্লাস্টিক কোম্পানিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন এই বাঙালি পরিযায়ী শ্রমিক

তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু
তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ভিনরাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের। পেটের দায়ে তামিলনাড়ুতে কাজে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ রানার (৩০) ৷ তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনি গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফলতির জন্যই অকালে মৃত্যু হয়েছে গৌরাঙ্গর। জানা গিয়েছে, বারবার তামিলনাড়ু রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে হেনস্থার মুখে পড়তে হয়। মৃত্যুর পর দফায় দফায় টাকা খরচ হয়।
আরও পড়ুনঃ গানই ধ্যানজ্ঞান! অশীতিপর ভক্তের জন্য গায়ক যা করলেন…! জানলে মুগ্ধ হয়ে যাবেন
চেন্নাইয়ে একটি বেসরকারি প্লাস্টিক কোম্পানিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন গৌরাঙ্গ। গত রবিবার সন্ধ্যায় কোম্পানির কাজ সেরে ঘরে ফেরার পথে রাস্তায় এক বাইক আরোহী তাঁকে পিষে দেয়। এরপর তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত থাকার কারণে বসেখানের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে গৌরাঙ্গকে স্থানান্তর করা হয়। পরের দিন তথা গত সোমবার মৃত্যু হয় বাংলার এই পরিযায়ী শ্রমিকের।
advertisement
advertisement
অভিযোগ, তামিলনাড়ুর সরকারি হাসপাতালে পরিবার জানানোর পরেও সাধারণ বেডে ফেলে রাখা হয় গৌরাঙ্গকে। মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক বেড থেকে অন্য বেড়ে স্থানান্তর; রক্ত, প্রস্রাব সহ নানা পরীক্ষার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ চাকরির মেলা! সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় আয়োজন
এদিকে গৌরাঙ্গর মৃত্যুর খবর পৌঁছনোয় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। ভেঙে পড়েছে পরিবার পরিজন। সংসারের একমাত্র ভরসা ছিলেন তিনি। বাড়িতে রয়েছে স্ত্রী ও ছোট্ট এক মেয়ে। এছাড়াও রয়েছেন মা ও দাদা। কয়েক বছর আগে বাবার মৃত্যু হয়। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পেটের তাগিদে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন তিনি।
advertisement
গৌরাঙ্গর মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। তাঁর প্রচেষ্টায় রাজ্য সরকারের সমস্ত ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে দেহ ফেরানো হয়। রাজ্য সরকারের তরফে শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান তিনি। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেটের দায়ে কাজে গিয়েছিলেন! ভিনরাজ্যে মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের, ফিরল নিথর দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement