চাকরির মেলা! সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় আয়োজন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বহু সংস্থায় সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে, ফলে অনেকে এদিনই দক্ষতা প্রমাণের মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন
উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ বসিরহাটে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ জব ফেয়ার। কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে কর্ম বিনিয়োগ কেন্দ্র তথা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এই উদ্যোগ নিল। নিয়মিত যোগাযোগ রাখলে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকলে মিলতে পারে এই সুযোগ। সময়ের সঙ্গে বদল এসেছে কর্মপদ্ধতিতে। পুরনো কার্ড ব্যবস্থা এখন জায়গা দিয়েছে আধুনিক অনলাইন পোর্টালকে।
advertisement
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই বিশেষ জব ড্রাইভ। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে কর্ম বিনিয়োগ কেন্দ্র এবার কর্মপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন সংস্থার সেতুবন্ধন তৈরি করেছে। এই ড্রাইভে অংশ নিয়েছেন সীমান্তবর্তী গ্রাম থেকে সুন্দরবন এলাকার অসংখ্য চাকরিপ্রার্থী যুবক-যুবতী। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
এদিনের জব ফেয়ারে বিমা, ফিন্যান্স, ব্যাঙ্ক, অফিস সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অংশ নেয়। তাঁদের মধ্যে একাধিক সংস্থা ইতিমধ্যেই প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত কর্মপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ফলে অংশগ্রহণকারীদের কাছে এটি একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement