গানই ধ্যানজ্ঞান! অশীতিপর ভক্তের জন্য গায়ক যা করলেন...! জানলে মুগ্ধ হয়ে যাবেন

Last Updated:

প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই শিল্পীর গলার সুর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

+
সঙ্গীতশিল্পী

সঙ্গীতশিল্পী আকাশ দাস

ডেবরা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ ছেলেবেলা থেকে গানই তাঁর ধ্যানজ্ঞান। পেশা ভিন্ন হলেও গানকে ভালবেসে গানের সঙ্গেই বেঁচে থাকা। পেশাগতভাবে তিনি একজন পোস্ট অফিসের কর্মী। তবে প্রতিদিন গানের চর্চা করেন আকাশ দাস। শুধু তাই নয়, বর্তমানে একজন পেশাগত শিল্পী হিসেবে নিজের পরিচিতিও তৈরি করে ফেলেছেন এই পোস্ট অফিসের কর্মী।
প্রতিদিন সকাল হোক কিংবা সন্ধ্যায় বাড়িতে গান রেওয়াজের পাশাপাশি অফিসেও গুনগুন করে তাঁর গান গাওয়া চলতে থাকে। প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই শিল্পীর গলার সুর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে রীতিমতো নিজের জায়গা শক্ত করেছেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি মায়ের অপার ভালবাসার গান গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ চাকরির মেলা! সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় আয়োজন
পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাসীনির বাসিন্দা আকাশ। পেশায় তিনি একজন পোস্ট অফিসের কর্মী। হরিহরপুর শাখা পোস্ট অফিসে তিনি কর্মরত। তবে ছোট থেকেই তাঁর গানের নেশা। বিভিন্ন জায়গায় গানের শো করেন আকাশ। অরিজিৎ সিংকে গুরু মনে করেন।
advertisement
advertisement
কয়েকমাস আগে একটি অনুষ্ঠানে মঞ্চে মাকে নিয়ে গান পরিবেশন করেছিলেন আকাশ। যেখানে দেখা গিয়েছে, এক মাকে চেয়ারে বসিয়ে গান গাইছেন তিনি। সামাজিক মাধ্যমে ভিডিও আপলোডের পর বহু নেটিজেনের প্রশংসা কুড়িয়েছেন। কয়েক মাস পর সেই বৃদ্ধ ভক্তের সঙ্গে দেখা করলেন শিল্পী। ডেবরার বাঁকাকুল এলাকায় মহিলার বাড়ি গিয়ে কথা বলেন এবং একই গান ফের শোনান তিনি।
advertisement
আরও পড়ুনঃ ৮ ইঞ্চির মিনি দুর্গা বানিয়ে তাক লাগালেন বাঙালি শিল্পী! বিদেশেও চাহিদা দেবাশিসের শিল্পের, দাম কত জানেন?
প্রসঙ্গত, বাংলা, হিন্দির পাশাপাশি সাঁওতালি ভাষাতেও গান করতে দক্ষ আকাশ। আকাশের বাবা অজিত কুমার দাস এবং মা বঙ্গশ্রী দাস। বাড়িতে বহুদিন থেকে গানের রেওয়াজ ছিল। কখনও হেমন্ত মুখোপাধ্যায়, কখনও শ্যামা সঙ্গীত, কখনও আবার অরিজিৎ সিংয়ের গলায় গান গেয়েছেন আকাশ, জনপ্রিয়তাও মিলেছে বেশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। স্বপ্ন বড় সঙ্গীতশিল্পী হওয়ার। বাবা-মায়ের ইচ্ছে পূরণ এবং পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে তিনি স্বপ্ন পূরণের লক্ষ্যে চলেছেন। মধ্যবিত্ত সংসারে অন্যতম শর্ত চাকরি করেও অবসর জীবনে গান নিয়ে দিন কাটান আকাশ। তাঁর গলার সুরে মোহিত সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গানই ধ্যানজ্ঞান! অশীতিপর ভক্তের জন্য গায়ক যা করলেন...! জানলে মুগ্ধ হয়ে যাবেন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement