Mashak Hill: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! পেহেলগাঁও ক্যানসেলে মন খারাপ নয়, ঘুরে আসুন বাংলার এই পাহাড়ে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Mashak Hill: বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা বাঁকুড়ার মশক পাহাড়কে।
বাঁকুড়া: গ্রীষ্মের ছুটিতে এবার পেহেলগাঁও নয়! বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড়, যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা। গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য। কি ভাবছেন অজন্তা ইলোরা? তেমনটাই মনে হবে। ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরানো শিব মন্দির, কালী মন্দির ও অনেক পুরানো পাহাড়ি গুহা। কথিত আছে, এই পাহাড়ের গুহায় বিরূপাক্ষ নামের এক মুনি বাস করতেন, যিনি মূলত এখানে তপস্যা করতেন।
বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে – ইন্দপুর বাংলা হয়ে – খাতড়া – মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
আরও পড়ুন: খরচ করে মেঘালয় যাওয়ার দরকার কি! কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে এক টুকরো মেঘালয়, গেলেই মাত
advertisement
advertisement
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
গরমের ছুটিতে বিকেল বিকেল চলে আসুন খাতড়া। ঘুরে দেখুন এই পাহাড়। তারপর বেরিয়ে পড়ুন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝরনা। চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mashak Hill: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! পেহেলগাঁও ক্যানসেলে মন খারাপ নয়, ঘুরে আসুন বাংলার এই পাহাড়ে
