Biharinath Hill: খরচ করে মেঘালয় যাওয়ার দরকার কি! কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে এক টুকরো মেঘালয়, গেলেই মাত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Biharinath Hill: বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় যেন এক টুকরো মেঘালয়। পাহাড়ে কোলে ভেসে বেড়ায় মেঘ।
advertisement
advertisement
হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া আসার একাধিক ট্রেন রয়েছে, আবার চাইলে দুর্গাপুর হয়েও আসা যায়। দুর্গাপুরে নেমে দুর্গাপুর স্টেশন থেকে বাস কিংবা গাড়ি ভাড়া করে অনায়াসে পৌঁছানো যায় বাঁকুড়া। এছাড়াও কলকাতা থেকে পাওয়া যায় বাঁকুড়াগামী বাস, সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন বাঁকুড়া। গাড়িতে যাতায়াত করলে জাতীয় সড়ক ৬০ ধরে সরাসরি বিহারীনাথ পৌঁছানো যায়।
advertisement
কালবৈশাখীর সময় বিহারীনাথ পাহাড় যেন এক টুকরো মেঘালয়। পাহাড়ে কোলে ভেসে বেড়ায় মেঘ। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে। সঙ্গে রয়েছে একাধিক 'সাইট সিনের' জায়গা। তবে বলাই বাহুল্য বিহারীনাথ পাহাড় এবং পাহাড় সংলগ্ন এলাকায় পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের থাকার 'অপশন'।
advertisement
advertisement
