War in Ukraine: ৯ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ২২ ঘণ্টা সফরের পর অবশেষে সীমান্ত, ঘরে ফিরে স্বস্তিতে ইউক্রেন ফেরত ২ ডাক্তারি পড়ুয়া

Last Updated:

War in Ukraine: শনিবার ইউক্রেন (Ukraine) থেকে বাড়ি ফিরলেন বেলডাঙার বেগুনবাড়ি এলাকার দুই ছাত্র আবু তহিদ ও আবুল কালাম। ছেলেরা ঘরে ফেরায় স্বস্তিতে দুই পরিবার।

ছেলেরা ঘরে ফেরায় স্বস্তিতে দুই পরিবার
ছেলেরা ঘরে ফেরায় স্বস্তিতে দুই পরিবার
বেলডাঙা : রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বাসিন্দারাও। তবে ভারত সরকারের তৎপরতায় একে একে দেশে ফিরছেন তাঁরা। শনিবার ইউক্রেন (Ukraine) থেকে বাড়ি ফিরলেন বেলডাঙার বেগুনবাড়ি এলাকার দুই ছাত্র আবু তহিদ ও আবুল কালাম। ছেলেরা ঘরে ফেরায় স্বস্তিতে দুই পরিবার।
ইউক্রেনের মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র আবুল কালাম। খারকিভ শহরে থাকতেন তিনি। যুদ্ধ ঘোষণা হতেই দেশে ফেরবার সমস্ত চেষ্টা চালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম। জানালেন,  ১০০ জন ভারতীয় বন্ধু ৯ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে ট্রেনে করে ২২ ঘণ্টা সফরের পর অবশেষে সীমান্তে এসে পৌঁছন। খাবার, পানীয় জল ছাড়াই কাটাতে হয়েছে দিনের পর দিন। তারপর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরা। তবে জানালেন, এখনও অনেক ভারতীয় ইউক্রেনে আটকে আছে। যাঁরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন।
advertisement
অন্য দিকে চরম উৎকণ্ঠায় দিন কেটেছে বাবা মা ও গোটা পরিবারেরও। ছেলে ফিরে আসায় স্বস্তিতে মা ফিরোজা বেগম। তিনি বলেন, ‘‘মেয়েও ইউক্রেনে ডাক্তারি পড়ে। তবে এখনও মেয়ে বাড়ি ফেরেনি। দিল্লি পর্যন্ত পৌঁছেছে। মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় আছি। ছেলে ফিরে এসেছে এবার মেয়ে বাড়ি ফিরলে স্বস্তি পাব। তবে এই সমস্ত ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়। পড়াশোনার জন্য সরকারের পক্ষ থেকে কলেজে ভর্তির ব্যবস্থা করে দিলে সকলেই উপকৃত হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন : শতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘পালান’, খুশি মৃণালপুত্র কুণাল
অন্যদিকে ছেলে বাড়ি ফেরায় খুশি আবু তহিদের পরিবারও। ইউক্রেনের যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতিতে একই অভিজ্ঞতা আবু তহিদের। চরম আতঙ্কের মধ্যে দীর্ঘ রাস্তা অতিক্রম করে বর্ডারে পৌঁছানো তারপরেই দেশে ফেরা। তবে বাড়ি ফিরে এসে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় এই ছাত্ররা। তাই সরকারি তৎপরতায় কোনও কলেজে ভর্তি করে দেওয়ায় আর্জি জানান আবু তহিদ। বলেন, ‘‘মৃত্যুর মুখ থেকে লড়াই করে বাড়ি ফিরে আসতে পেরেছি। তবে পড়াশোনা ছেড়ে মাঝপথেই ফিরে আসায় আমাদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়। আমাদের কোনও মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করে দিলে আমাদের খুব উপকার হবে।’’
advertisement
আরও পড়ুন : জটিল স্ত্রীরোগ এড়াতে মহিলারা গোপনাঙ্গ পরিষ্কার রাখুন এই সহজ নিয়মগুলি মেনে
ছেলে বাড়ি ফিরে আসায় আবেগে কান্নায় ভেঙে পড়েন বাবা আবু তৈজব সেখ। তিনি বলেন, আমার ছেলে বাড়ি ফিরে এসেছে আমি খুব খুশি। ভারত সরকারকে অনেক ধন্যবাদ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
War in Ukraine: ৯ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ২২ ঘণ্টা সফরের পর অবশেষে সীমান্ত, ঘরে ফিরে স্বস্তিতে ইউক্রেন ফেরত ২ ডাক্তারি পড়ুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement