কলকাতা : ‘খারিজ’-এর পালানকে দিয়েই মৃণাল সেনের শতবর্ষে বরেণ্য পরিচালককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন (Mrinal Sen birth centenary) কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)৷ তিনি ছবির নাম রেখেছেন ‘পালান’ (Palan)৷ প্রসঙ্গত ১৯৮২ সালে মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ (Kharij) আবর্তিত হয়েছিল যে বালক পরিচারকের রহস্যমৃত্যু ঘিরে, তার নামই ছিল পালান৷
কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন এই ছবির কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন৷ তিনি লিখেছেন, শুক্রবারই তিনি জানতে পেরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ‘পালান’ ছবি করবেন বলে ঘোষণা করেছেন৷ কুণাল আরও সংযোজন করেছেন যে আজ থেকে চার দশক আগে ‘খারিজ’ ছবির মূল চরিত্রাভিনেতা অর্থাৎ অঞ্জন দত্ত এবং মমতাশঙ্করকে দেখা যাবে ‘পালান’-এও৷ চল্লিশ বছর পেরিয়ে এসে এখানেও তাঁরা মধ্যবিত্ত দম্পতি৷ শ্রীলা মজুমদার থাকবেন তাঁদের প্রতিবেশী হয়ে৷ যেমন ছিলেন আটের দশকের ‘খারিজ’ ছবিতে৷
খারিজ-এ শ্রীলার নাম হয়েছিল শ্রীজা৷ প্রসঙ্গত উল্লেখ্য, মূল কুশীলবদের নামও অপরিবর্তিত রেখেছিলেন পরিচালক৷ অঞ্জন দত্ত হয়েছিলেন অঞ্জন সেন৷ তাঁর স্ত্রী মমতা সেনের ভূমিকা রূপায়িত করেছিলেন মমতাশঙ্কর৷ তাঁদের ছোট্ট ছেলের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল মৈত্র৷ তার ডাকনাম ‘পুপাই’-ই হয়ে উঠেছিল চরিত্রের নাম৷
আরও পড়ুন : এপ্রিল ফুল-এর আগেই উরিবাবায় হাজির তিন আহাম্মক, তাঁদের সঙ্গে আবার পা দিন একুশে
পুপাইকে নিয়ে তার বাবা মায়ের সেই নাগরিক অণু পরিবারে গ্রাম থেকে কাজ করতে এসেছিল পালান নামের এক বালক পরিচারক৷ রাতে তার ঘুমনোর জায়গা ছিল রান্নাঘর৷ শীতের রাতে বন্ধ রান্নাঘরে নিভু নিভু উনুনের আঁচের পাশে সে ঘুমিয়েছিল৷ পর দিন সকালে উদ্ধার হয়েছিল পালানের নিথর দেহ৷ ময়নাতদন্তে জানা যায় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়াই তার মৃত্যুর কারণ৷
আরও পড়ুন : চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে
এই মৃত্যুকে ঘিরেই পরতে পরতে বেরিয়ে আসে তথাকথিত শিক্ষিত ও মধ্যবিত্ত সমাজের বিবর্ণ কঙ্কালসার চেহারা৷ সমালোচক মহলে উচ্চ প্রশংসিত ‘খারিজ’ ভূষিত হয় জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সম্মানে৷ সেগুলির মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার এবং ভাল্লাডোলিড চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার৷
আরও পড়ুন : ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা
‘খারিজ’-এর অনুসরণে তৈরি হতে চলা কৌশিকের শ্রদ্ধার্ঘ্যছবি ‘পালান’-এর পটভূমি নিয়ে তিনি বেশি কিছু জানেন না বলে লিখেছেন মৃণালতনয়৷ তবে তিনি যে পটভূমি নিয়ে জানতে আগ্রহী, সে কথাও জানিয়েছেন এই প্রবাসী৷ আগামী বছর, মৃণাল সেনের শতবর্ষেই ‘পালান’ মুক্তি পাওয়ার কথা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kaushik Ganguly, Kharij, Mrinal Sen Birth Centenary, Palan