শ্রোতাদের কাছে তিনি বাগদেবীর মৃন্ময়ী রূপ৷ তার আড়ালে হারিয়ে গিয়েছে লতা মঙ্গেশকরের রক্তমাংসে তৈরি মানবিক ও লৌকিক রূপ৷ তাঁর স্বর্গীয় কণ্ঠের পিছনে যন্ত্রণাবিদ্ধ সংগ্রামের কথা কত জন মনে রেখেছেন? মাটির কাছাকাছি থাকা তাঁর ব্যক্তিজীবনেও ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বর্ণময় ও চমকপ্রদ তথ্য৷ (Unknown and interesting facts about Lata Mangeshkar)
অসম্ভব ভালবাসতেন চকোলেটের স্বাদ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সে কথা বলেছেন ওয়াহিদা রহমান৷ বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিচারণায় ফিরে গিয়েছেন সাতের দশকে৷ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে একটি অনুষ্ঠানের জন্য তিনি আয়োজন করছিলেন৷ লতাকে অনুরোধ করেছিলেন ওয়াহিদা৷ কিন্তু ১০ দিন ধরে প্রস্তাব প্রত্যাখ্যান করে যান সুরসম্রাজ্ঞী৷