Ahammak : এপ্রিল ফুল-এর আগেই উরিবাবায় হাজির তিন আহাম্মক, তাঁদের সঙ্গে আবার পা দিন একুশে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Ahammak on Uribaba :এ বছর রকমারি স্বাদের ওক ডজন গল্প উপহার দেবে ‘উরিবাবা’৷ তারই প্রথম গল্প ‘আহাম্মক’৷
যদিও ক্যালেন্ডারে এপ্রিল ফুল দিবসের দেরি আছে৷ কিন্তু আহাম্মকরা হাজির৷ তারা হাজির ওয়েব মঞ্চে৷ তিন আহাম্মকের ইঞ্জিনিয়ারিং কলেজপর্ব নিয়ে ‘উরিবাবা’ (Uribaba) পেশ করছে ‘আহাম্মক’ (Ahammak)৷
আত্মপ্রকাশের মাত্র ৬ মাসে মধ্যে ভার্চুয়াল বিনোদনের সংজ্ঞা নতুন করে লিখেছে ‘উরিবাবা’৷ কোনও অর্থ নয়, শুধু ইন্টারনেট সংযোগ প্রয়োজন এই মঞ্চে নানা স্বাদের বিনোদনের শরিক হতে৷ আগেই বলা হয়েছিল এ বছর রকমারি স্বাদের ওক ডজন গল্প উপহার দেবে ‘উরিবাবা’৷ তারই প্রথম গল্প ‘আহাম্মক’৷
গল্পের কেন্দ্রে এক ইঞ্জিনিয়ারিং কলেজ৷ যেখান থেকে পাশা করা মহার্ঘ্য৷ সেই কলেজের হস্টেলে মারামারিতে জড়িয়ে পড়ে এক সপ্তাহের জন্য বহিষ্কৃত হয় দুই ছাত্র৷ এই এক সপ্তাহ তারা কী করবে? না পারবে হস্টেলে থাকতে, না ফিরতে পারবে বাড়িতে৷ অতঃকিম অবস্থায় ঠিক হল দু’জনে গোয়ায় বেড়াতে যাবে৷ তাদের সঙ্গী হয় এক বান্ধবীও৷ তার পর কি তাদের গোয়া গমন হল? নাকি অন্য পথে ঘুরে যাবে গল্পের মোড়? জানলে দেখতে হবে ‘আহাম্মক’৷
advertisement
advertisement
আরও পড়ুন : সজ্জা নামমাত্র, অঙ্গচাপা পোশাকে পূজার আবেদনের পারদ ঊর্ধ্বমুখী
কিন্তু এই আহাম্মকরা কি ‘থ্রি ইডিয়টস’? ট্রেলর দেখলে মনের মধ্যে সেই প্রশ্ন উঁকি দিতে বাধ্য৷ কিন্তু সেই সম্ভাবনা প্রথমেই নস্যাৎ করলেন পরিচালক অরিজিৎ বন্ধু ঘোষ৷ এটাই তাঁর প্রথম পূর্ণাঙ্গ কাজ৷ কোভিড পরিস্থিতিতে বহু প্রতিকূলতা পাড়ি দিয়ে শুটিং হয়েছে৷ শেষ অবধি সদ্যই মুক্তি পেয়েছে ‘আহাম্মক’-এর প্রথম এপিসোড৷
advertisement
আরও পড়ুন : উন্মুক্ত মসৃণ পিঠে রোদের খেলা, স্বচ্ছ কালো শাড়িতে কৃতী অনন্যা
কলেজজীবনের স্বপ্ন, স্বপ্নভঙ্গ, প্রেম, বিচ্ছেদ, ভালবাসা, রেষারেষি, ৱ্যাগিং, ল্যাদ, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা-সবই টুকরো কোলাজ হয়ে ধরা পড়েছে ‘আহাম্মক’-এর ক্যালাইডোস্কোপে৷ বললেন অরিজিৎ বন্ধু৷ তাঁর কথার রেশ ধরা পড়েছে সামাজিক মাধ্যমে শেয়ার করা ট্রেলারেও৷ সেখানে লেখা হয়েছে, ‘‘এক ডজনের প্রথম চমক, "আহাম্মক"। কলেজের কম্পিটিশন শুধুমাত্র এক্সামের নাম্বারে সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে সামিল হয় ল্যাদ, হ্যাল, ৱ্যাগিং, প্রেম, ট্রিপ, ভূত, ভবিষ্যৎ আরও কত কী। আর এই সব কিছুর মধ্যে foot note-এর মতো ঢুকে পড়ে প্রিন্সিপাল, সুপারম্যান, সাসপেনশন অর্ডার ইত্যাদি, এই সব নিয়ে GEN Y-দের মোক্ষলাভের জার্নি হল আহাম্মক ৷’’
advertisement
আরও পড়ুন : উন্মুক্ত কাঁধ এবং অঙ্গচাপা পোশাকে মৎস্যকন্যা কিয়ারার রূপ দেখুন ছবিতে
সেই যাত্রাপথেই ‘আহাম্মক’-এর প্রথম এপিসোডে মূল চরিত্রে অভিনয় করেছেন ছন্দক চৌধুরী, অনুরাধা মুখোপাধ্যায় ও রেমো৷ যাঁরা কলেজে ঢুকবেন ক’দিন পরই, এখন যাঁরা কাটাচ্ছেন কলেজদিন, বা যাঁরা পিছনে ফেলে এসেছেন সেই রঙিন সময়-সকলের জন্যই অপেক্ষায় এই গল্পের প্রথম এপিসোড৷ পরিচালকের কথায়, গভীর সামাজিক বার্তা না থাকলেও একুশে পা দেওয়ার দিনগুলোর আমেজে দর্শকদের আনন্দপ্রাপ্তিতে কোনও অভাব হবে না৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2022 3:23 PM IST