West Medinipur News: এক ফোনেই অভিযোগ জানাবেন! বেলদা থানায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু, নোট করে নিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Belda PS Helpline Number: স্বাভাবিকভাবে পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। ইতিমধ্যেই দেওয়ালে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে এই নম্বর।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার থানাতে এসে দাঁড়ানোর প্রয়োজন নেই, কিংবা ল্যান্ডলাইনে ফোন করে ঝক্কি পোয়ানোর দিন শেষ। এবার সরাসরি এক ফোনে মিলবে সুবিধা। এবার থানার সামনে দেওয়ালে ঝোলানো হল হেল্পলাইন নম্বর। ইতিমধ্যেই বেলদা থানার তরফে দুটি নম্বর জানান হয়েছে সকলের জন্য। যেখানে ফোন করলে ২৪ ঘন্টা মিলবে পরিষেবা। সাধারণ মানুষের সুবিধার জন্যই হেল্পডেস্ক খুলল বেলদা থানা কর্তৃপক্ষ। শুক্রবার থেকে থানাতে সর্বসাধারণের জন্য এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। দুটি নম্বরও শেয়ার করা হয়েছে এ দিন।
আপদে-বিপদে পুলিশের প্রয়োজন হলে থানার নির্ধারিত ল্যান্ডলাইন নম্বরে ফোন করে বেশ কিছু সময় পাওয়া যায় না। বেলদা থানা সূত্রে খবর, সাধারণ মানুষ যাতে সহজে কোনও সমস্যা দ্রুত জানাতে পারেন তাই এই হেল্পডেস্ক। দুটি মোবাইল নম্বর সব সময় খোলা থাকবে। বিভিন্ন অসুবিধা ও অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। সব ধরনের সহযোগিতা মিলবে বলে জানাচ্ছে বেলদা পুলিশ। পুলিশের এক আধিকারিক বলেন, এই ফোন রিসিভের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকবেন।
advertisement
advertisement
যাকে নির্দ্বিধায় যে কোনও সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রয়োজন হবে না থানাতে আসার। পুলিশ সূত্রে খবর, থানার ল্যান্ডলাইন নম্বর বেশিরভাগ সময় কাজ করে না। সেই বিষয়টি মাথায় রেখে সব সময় যাতে মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্যেই এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। পুলিশ জানাচ্ছে, দুটি নম্বর হল 9002351100 এবং 9002301100। এই নম্বরে ফোন করে থানা এলাকার মানুষ যে কোনও বিষয়ে অভিযোগ ও অসুবিধার কথা জানাতে পারবেন।
advertisement
বেলদার বাসিন্দা অঞ্জন দাস বলেন, বেশ কিছু সময় ল্যান্ড লাইন নম্বরে ফোন লাগতে চায় না। এমন ফোন সার্ভিস পাওয়া গেলে নিঃসন্দেহে বেশ উপকারে লাগবে। স্বাভাবিকভাবে পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেয়ালে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে এই নম্বর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
November 22, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এক ফোনেই অভিযোগ জানাবেন! বেলদা থানায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু, নোট করে নিন

