নয়ন ঘোষ, বর্ধমান: দুয়ারের সরকার শিবিরে ভিড়ের চাপে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন স্বয়ং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের লাউদোহা (Laudoha) হাইস্কুলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে।
লাউদোহা পঞ্চায়েতের কেবিটি হাই স্কুলে লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রুপালি ঘটক নামে এক মহিলা। এই ঘটনায় শিবিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সেই সময় শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি রুপালি দেবীকে চিকিৎসার জন্য তড়িঘড়ি টোটো করে লাউদোহা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
এদিকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে টিকা না পেয়ে রাত জেগে নদিয়ার কৃষ্ণনগরের সদর হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকতে হল বেশ কিছু বাসিন্দাদের। তাদের অভিযোগ, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে না। কবে দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে তাও তারা জানতে পারছেন না। এদিকে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময়সীমা পার হতে চলেছে। সেই কারণেই টিকা পাওয়ার আশায় নদিয়ার আসাননগর, বাদকুল্লা, গোবরাপোতা-সহ বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষ মশার ধূপ, মাদুর নিয়ে রাত থেকেই লাইন দিয়েছিলেন কৃষ্ণনগর সদর হাসপাতালের টিকা প্রদান কেন্দ্রের সামনে।
আরও পড়ুন- মাধ্যমিক পাশ হলেই অয়েল ইন্ডিয়া লিমিটেডে প্রচুর চাকরির সুযোগ! আজই আবেদন প্রক্রিয়া শুরু...
এদিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে রামপুরা কছে একটি চলন্ত গ্যাস ট্যাঙ্কারের গাড়িতেই চলন্ত অবস্থায় আগুন লেগে যায় । আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ৷ আতঙ্কের জেরে ড্রাইভার ও খালাসি ঝাঁপ মেরে বেরিয়ে আসে । গাড়িতে আগুন দেখে টোলপ্লাজার বা স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে ৷ পুলিশ দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনের জেরে কার্যত টোলপ্লাজায় দুই পাশে যানজট তৈরি হয় জানা গিয়েছে এলপিজির এই গাড়িটি পারাদ্বীপ থেকে নেপাল যাচ্ছিল ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West burdwan