Bardhaman : লস্যি জুড়ে কাজু-আমন্ড আর ছোট এলাচের গুঁড়ো, দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি এই প্রাচীন দোকানে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bardhaman :বর্ধমান বলতেই আমাদের যেমন মনে পড়ে সীতাভোগ, মিহিদানা কিংবা ল্যাংচা, তেমনই সঙ্গে রামপ্রসাদের সরবত
বর্ধমান: রামপ্রসাদের শরবতের দোকানে সরবত না খেলে নাকি বর্ধমানের আসল স্বাদই পাওয়া যায়না। কার্জন গেট, বর্ধমানের প্রাণকেন্দ্র। আর সেই কার্জন গেটের পাশেই রামপ্রসাদের শরবতের দোকান। মন জুড়াতে জুড়ি মেলা ভার রামপ্রসাদের সরবতের। গ্রীষ্ম হোক বা শীত, সব ঋতুরই ভরসা এই রামপ্রসাদের সরবত। সব সময়ই উপচে পড়া ভিড় থাকে রামপ্রসাদের শরবত-লস্যির দোকানে। (Bardhaman)
৮০ বছরের পুরনো দোকান এই দোকানে। এখন দোকান দেখেন রামপ্রসাদের উত্তরসুরিরা। বর্তমানে দোকানের দায়িত্বে রয়েছেন রামপ্রসাদের ছেলে ধনুকুমার সাউ। তিনি এখনও সমস্ত কিছু নিজের হাতে দেখা শোনা করেন। এছাড়াও কর্মচারীও রয়েছেন বেশ কয়েক জন। এখন তো যুগের সঙ্গে তাল মিলিয়ে হাজির কোল্ড কফিও।
দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি। টক দই, চিনি আর সামান্য বরফ। ব্যাস, ডান্ডা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে ঘোল। গ্লাসের উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাজু-আমন্ডের কুচি আর ছোট এলাচের গুঁড়ো। দোকানের মালিক রামপ্রসাদ সাউ এইভাবে বাজিমাত করছেন সাত দশক ধরে। ঐতিহ্য এখনও অক্ষত।
advertisement
advertisement
আরও পড়ুন : তিনি এলেই চিতল, কাতলার হরেক পদ রান্না হত, স্মৃতিতে স্তব্ধ বাপ্পি লাহিড়ির মাসির বাড়ি
এই দোকানের সরবতের এত চাহিদা কেন? দোকানের মালিকের দাবি কম দাম, সেরা স্বাদ। এটাই নাকি খদ্দের বশীকরণ মন্ত্র। তবে আরেকটা বিষয়, দোকানের অবস্থান। পাশেই আদালত--উকিল মোক্তারের যেমন ভিড়, ঠিক তেমনই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বহু ছাত্রছাত্রী। সকলেই আসেন এই রামপ্রসাদের দোকানে।
advertisement
আরও পড়ুন : পার্লার বা সালোঁতে টাকা খরচ না করে ঘরোয়া উপকরণে বাড়িতেই স্ট্রেট করুন চুল
জনপ্রিয় হওয়া সহজ ছিল না। শুরুতে রামপ্রসাদের বাবা মাটির ঘরে ব্যবসা শুরু করেছিলেন। আজ তাঁদের দোকান হয়েছে পাকা, লোকসংখ্যাও বেড়েছে। শরবত এখানকার ইউএসপি ঠিকই, তবে এই মুহূর্তে কোল্ড কফির ডিম্যান্ডও কম কিছু নয়। বর্ধমান বলতেই আমাদের যেমন মনে পড়ে সীতাভোগ, মিহিদানা কিংবা ল্যাংচা, তেমনই সঙ্গে রামপ্রসাদের সরবত। না পান করলে শহরটাকেই চিনতে পারবেন না, দাবি অনেকেরই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 12:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman : লস্যি জুড়ে কাজু-আমন্ড আর ছোট এলাচের গুঁড়ো, দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি এই প্রাচীন দোকানে