Straight your hair at home : পার্লার বা সালোঁতে টাকা খরচ না করে ঘরোয়া উপকরণে বাড়িতেই স্ট্রেট করুন চুল

Last Updated:
বাড়িতেই স্ট্রেট করুন চুলের রাশি৷ টাকা এবং চুলের স্বাস্থ্য, বাঁচবে দুই-ই৷(Tips to het salon like straight hair at home)
1/7
স্ট্রেট চুলের ফ্যাশন চিরকালীন৷ পার্লার বা সালোঁতে গিয়ে চুল রেশমলম্বা করানোর জন্য বহু অর্থ ব্যয় করতেও দ্বিধা করেন না শৌখিনীরা৷ কিন্তু এতে একদিকে যেমন প্রচুর অর্থব্যয় হয়৷ অন্যদিকে ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে চুলের ক্ষতি করে৷ তাই বাড়িতেই স্ট্রেট করুন চুলের রাশি৷ টাকা এবং চুলের স্বাস্থ্য, বাঁচবে দুই-ই৷(Tips to het salon like straight hair at home)
স্ট্রেট চুলের ফ্যাশন চিরকালীন৷ পার্লার বা সালোঁতে গিয়ে চুল রেশমলম্বা করানোর জন্য বহু অর্থ ব্যয় করতেও দ্বিধা করেন না শৌখিনীরা৷ কিন্তু এতে একদিকে যেমন প্রচুর অর্থব্যয় হয়৷ অন্যদিকে ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে চুলের ক্ষতি করে৷ তাই বাড়িতেই স্ট্রেট করুন চুলের রাশি৷ টাকা এবং চুলের স্বাস্থ্য, বাঁচবে দুই-ই৷(Tips to het salon like straight hair at home)
advertisement
2/7
বাড়িতে চুল স্ট্রেট করার উপকরণও ঘরোয়া৷ পাবেন আপনার হাতের কাছেই, রান্নাঘরে৷ কলা, টকদই এবং অলিভ অয়েলের প্যাক তৈরি করুন৷ তার পর সেটি চুলে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন৷
বাড়িতে চুল স্ট্রেট করার উপকরণও ঘরোয়া৷ পাবেন আপনার হাতের কাছেই, রান্নাঘরে৷ কলা, টকদই এবং অলিভ অয়েলের প্যাক তৈরি করুন৷ তার পর সেটি চুলে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
3/7
চুলের জট, রুক্ষতা দূর করে মসৃণ করে তুলবে এই প্যাক৷ ভাল হবে চুলের গুণমান৷ মোলায়েম চুল পেতে সপ্তাহে এক দিন এই হেয়ারপ্যাক ব্যবহার করুন৷
চুলের জট, রুক্ষতা দূর করে মসৃণ করে তুলবে এই প্যাক৷ ভাল হবে চুলের গুণমান৷ মোলায়েম চুল পেতে সপ্তাহে এক দিন এই হেয়ারপ্যাক ব্যবহার করুন৷
advertisement
4/7
ডিমের সাদা অংশ, চালের গুঁড়ো, মুলতানি মাটি ও দুধ দিয়ে প্যাক তৈরি করে চুলে দিন৷ চুল মসৃণ ও উজ্জ্বল করে তোলে এই প্যাক৷ ক্ষতিগ্রস্ত অংশ মোলায়েম করে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে এই প্যাকের স্পর্শে৷
ডিমের সাদা অংশ, চালের গুঁড়ো, মুলতানি মাটি ও দুধ দিয়ে প্যাক তৈরি করে চুলে দিন৷ চুল মসৃণ ও উজ্জ্বল করে তোলে এই প্যাক৷ ক্ষতিগ্রস্ত অংশ মোলায়েম করে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে এই প্যাকের স্পর্শে৷
advertisement
5/7
চুলে লাগান দুধ ও মধুর মিশ্রণে তৈরি প্যাক৷ দুধের পুষ্টি চুল গঠন করে৷ মধু কাজ করে মসৃণকারী উপাদান হিসেবে৷ এর ফলে রুক্ষতা দূর হয়ে চুলের মসৃণতা ধরা থাকে৷ এই মিশ্রণে চুল উজ্জ্বল ও মসৃণ হয়৷ এই প্যাক চুলে লাগিয়ে অপেক্ষা করুন দু’ ঘণ্টা৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷
চুলে লাগান দুধ ও মধুর মিশ্রণে তৈরি প্যাক৷ দুধের পুষ্টি চুল গঠন করে৷ মধু কাজ করে মসৃণকারী উপাদান হিসেবে৷ এর ফলে রুক্ষতা দূর হয়ে চুলের মসৃণতা ধরা থাকে৷ এই মিশ্রণে চুল উজ্জ্বল ও মসৃণ হয়৷ এই প্যাক চুলে লাগিয়ে অপেক্ষা করুন দু’ ঘণ্টা৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷
advertisement
6/7
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উৎসেচক চুল নরম ও মসৃণ করে তোলে৷ চুলের গুণমানও ভাল রাখে অ্যালোভেরা৷ চুলের জট দূর করে অ্যালোভেরা ও তেলের মিশ্রণ৷ অ্যালোভেরা জেলের সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে তৈরি করুন প্যাক৷ তার পর মাথায় মেখে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তার পর ধুয়ে ফেলুন৷
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উৎসেচক চুল নরম ও মসৃণ করে তোলে৷ চুলের গুণমানও ভাল রাখে অ্যালোভেরা৷ চুলের জট দূর করে অ্যালোভেরা ও তেলের মিশ্রণ৷ অ্যালোভেরা জেলের সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে তৈরি করুন প্যাক৷ তার পর মাথায় মেখে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তার পর ধুয়ে ফেলুন৷
advertisement
7/7
কলা এবং পেঁপের মিশ্রণে চুল হয়ে ওঠে আর্দ্র, মজবুত এবং উজ্জ্বল৷ এই হেয়ারপ্যাকে চুল দেখায় রেশমকোমল৷ দুই ফলের এই মিশ্রণ চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৪৫ মিনিট৷ তার পর ধুয়ে নিন৷
কলা এবং পেঁপের মিশ্রণে চুল হয়ে ওঠে আর্দ্র, মজবুত এবং উজ্জ্বল৷ এই হেয়ারপ্যাকে চুল দেখায় রেশমকোমল৷ দুই ফলের এই মিশ্রণ চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৪৫ মিনিট৷ তার পর ধুয়ে নিন৷
advertisement
advertisement
advertisement