Bankura News: তরতরিয়ে ফলবে ফসল! মিটবে খাদ্যের জোগানও! রাজ্য থেকে দেশকে পথ দেখাচ্ছে বাঁকুড়া

Last Updated:

Agricultiure News: বাঁকুড়া কেন এটি সিড হাব? বাঁকুড়ার আবহাওয়া চরমভাবাপন্ন। একটি বীজ অঙ্কুরিত হতে যথেষ্ট বেগ পেতে হয়

+
বীজের

বীজের কারখানা 

বাঁকুড়া: বাঁকুড়ার আবহাওয়া যথেষ্ট গরম এবং জলের পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য জেলার থেকে কম। সেই কারণে বিবর্তিত হয়ে বাঁকুড়ায় যে বীজগুলি উৎপাদন করা হয় সেগুলি যথেষ্ট ‘রেসিলিয়েন্ট’ অর্থাৎ চরমভাবাপন্ন পরিস্থিতিতেও অঙ্কুরোদগম করতে সক্ষম। সেই কারণে বাঁকুড়া বীজ তৈরির একটি হাব হওয়ার পথে অগ্রসর হয়েছে।
বাঁকুড়ার বীজ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। এছাড়া রাজ্যের বাইরে আসাম, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহার। ফোর স্টেপ পদ্ধতিতে তৈরি করা হয় বীজ। বাঁকুড়া যেন একটি সিড হাব। বাঁকুড়ার আবহাওয়া চরমভাবাপন্ন। একটি বীজ অঙ্কুরিত হতে যথেষ্ট বেগ পেতে হয়। সে কারণে বাঁকুড়ার বীজ যখন উপযুক্ত আবহাওয়া পায় তখন তরতর করে বেড়ে ওঠে।
advertisement
advertisement
বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে একাধিক বীজ উৎপাদনের ইউনিট। যে সকল সার্টিফাইড এবং টিএল বীজ রয়েছে সেগুলি আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং অঙ্কুরোদগমের পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করলে তবেই রফতানি করা হয়। এছাড়াও রয়েছে আরএনডি অর্থাৎ রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট উইং। একটি সুস্থ বীজ আগামীদিনের খাদ্যের সংকট মেটাতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া জেলায় বীজ উৎপাদন এবং সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়, যেখানে কৃষকদের বীজ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। বাঁকুড় জেলায় কৃষি মেলা এবং বীজ উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের বীজ এবং কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয় অর্থাৎ বীজ তৈরি নিয়ে যথেষ্ট সিরিয়াস জেলা বাঁকুড়া।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: তরতরিয়ে ফলবে ফসল! মিটবে খাদ্যের জোগানও! রাজ্য থেকে দেশকে পথ দেখাচ্ছে বাঁকুড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement