Telemedicine: চিকিৎসাকেন্দ্রে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই এবার মিলবে চিকিৎসা! দারুণ ব্যাপার বাঁকুড়া জুড়ে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
ঘরে বসেই যাতে রোগীরা চিকিৎসা পান, সেই ব্যবস্থায় চালু হল বাঁকুড়ায়
বাঁকুড়া: টেলিমেডিসিনের দুর্দান্ত কাজ হচ্ছে বাঁকুড়ায়। সরাসরি চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন প্রত্যন্ত এলাকার রোগীরা। প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন একজন হেলথ অফিসার, যিনি ডিজিটালি যুক্ত করছেন রোগী এবং ডাক্তারকে। সঙ্গে দেওয়া হচ্ছে ১৪৪ রকমের ওষুধ। আবার স্বাস্থ্য কেন্দ্রেই চলছে ১২ রকমের পরীক্ষা। যেমন, রক্ত পরীক্ষা, দক্ত চাপ ইত্যাদি। অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা। প্রান্তিক বাঁকুড়াতে প্রযুক্তিকে ব্যবহার করে উন্নতমানের চিকিৎসা প্রদান করতে যথেষ্ট উদ্যমী হয়েছে বাঁকুড়া জেলা। সরকারি তথ্য অনুযায়ী গোটা রাজ্যে নয় নম্বর স্থানে অবস্থান করছে বাঁকুড়া।
প্রান্তিক বাঁকুড়ায় প্রত্যন্ত গ্রামেও ভাল চিকিৎসক চিকিৎসা প্রদান করতে পারছেন প্রযুক্তির সাহায্যে। কম্পিউটারে ভিডিও কলের মাধ্যমে চলছে ডাক্তারি। এটাকেই বলে টেলি মেডিসিন। আগামীদিনে ভারতবর্ষে চিকিৎসার ভবিষ্যৎ হতে চলেছে এটি, এমনটাই মনে করছে অনেকে।
advertisement
গোটা জেলার মধ্যে খুব ভাল অবস্থানে রয়েছে বাঁকুড়া এক নম্বর ব্লক এবং হিড়বাঁধ ব্লক। ডাঃ স্বপন কুমার পাঁজা, ডাঃ সৌভিক সিনহা বাবু এবং ডাঃ দেবজ্যোতি পাঁজা মিলে করেছেন প্রায় ২৩ হাজার কনসালটেন্সি। জেলায় সবচেয়ে ভাল পারফরম্যান্স রয়েছে হিড়বাঁধ ব্লকের। ছয় মাস ধরে প্রথম হচ্ছে এই ব্লক। এই ব্লকে ১৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে ১৬ টি’তে চালু হয়েছে ভিডিও কলিং পরিষেবা। রোগীরাও বেশ খুশি। চিকিৎসা ব্যবস্থার প্রতি বেড়েছে তাদের আস্থা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টেলিমেডিসিন হল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে রোগীকে চিকিৎসা সেবা প্রদানের একটি পদ্ধতি, যেখানে ডাক্তার এবং রোগীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এই পদ্ধতির মাধ্যমে বেঁচে যাচ্ছে সময়। অর্থ কম খরচ হচ্ছে এবং একধাপে বেড়েছে চিকিৎসার গুণগতমান।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Telemedicine: চিকিৎসাকেন্দ্রে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই এবার মিলবে চিকিৎসা! দারুণ ব্যাপার বাঁকুড়া জুড়ে
